মতলব উত্তর ব্যুরো
মতলব উত্তর উপজেলার ছেংগারচর পৌর বাজার বণিক সমবায় সমিতির উদ্যোগে জরুরি মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার (৬ জানুয়ারি) বিকেল ৩টায় ছেংগারচর বাজারের হাজি মার্কেট প্রাঙ্গণে মতবিনিময় সভায় প্রধান অতিথি বত্তব্য রাখেন মতলব উত্তর থানার ওসি মো. নাছির উদ্দিন মৃধা।
ছেংগারচর পৌর বাজার বণিক সমবায় সমিতির সভাপতি হাজি মো. মনির হোসেন বেপারীর সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক মো. নাছির উদ্দিন ফরাজী ও নাজমুল খানের পরিচালনায় বিশেষ অতিথি হিসেবে বত্তব্য রাখেন মতলব উত্তর থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) মো. শাহজাহান কামাল, ছেংগারচর পৌরসভার প্যানেল মেয়র মো. আব্দুল মান্নান বেপারী।
আরো বক্তব্য রাখেন মতলব উত্তর উপজেলা আওয়ামী লীগের সদস্য আল মাহমুদ টিটু মোল্লা, শরিফ উল্লাহ দর্জি, ছেংগারচর বাজার বণিক সমবায় সমিতির সাবেক সভাপতি মোবারক হোসেন মুফতী, ছেংগারচর পৌর ৪নং ওয়ার্ড কাউন্সিলর শাহাদাৎ হোসেন খোকন, সদস্য সালামত উল্লাহ সরকার, সাবেক সাধারণ সম্পাদক মহিন আহামেদ রিপন প্রমুখ। মতবিনিময় সভায় ছেংগারচর বাজারের নৈশপ্রহরী, দোকানপাটের নিরাপত্তাসহ বিভিন্ন বিষয়ে আলোচনা করা হয়। মতবিনিময় সভায় ছেংগারচর পৌর বাজার বণিক সমবায় সমিতির সদস্যবৃন্দ ও দোকানদাররা উপস্থিত ছিলেন।
৭ জানুয়ারি, ২০২১।