মতলব উত্তর ব্যুরো
মতলব উত্তর উপজেলার ছেঙ্গারচর পৌর আওয়ামী যুবলীগের ১নং ওয়ার্ডের ত্রি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। গতকাল মঙ্গলবার বিকালে ছেঙ্গারচর সরকারি মডেল উচ্চ বিদ্যালয় প্রাঙ্গণে আয়োজিত সম্মেলনে সভাপতিত্ব করেন ১নং ওয়ার্ড যুবলীগের সভাপতি আলাউদ্দিন বেপারী।
উপজেলা যুবলীগের প্রচার সম্পাদক রেফায়েত উল্লাহ দর্জির পরিচালনায় বক্তৃকা করেন- ছেঙ্গারচর পৌর আওয়ামী যুবলীগের ভারপ্রাপ্ত সভাপতি আবুল হোসেন ফরাজী, ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মো. জামান সরকার, উপজেলা যুবলীগের সিনিয়র সহ-সভাপতি কামরুজ্জামান ইয়ার, উপজেলা ছাত্রলীগের সাবেক আহ্বায়ক অ্যাড. মহসিন মিয়া মানিক, আওয়ামী লীগ নেতা আবু জাফর সরকার ডালিম, পৌর আওয়ামী লীগ নেতা আতিকুর রহমান, পৌর যুবলীগের সদস্য শাহিনুর বেপারী, ৪নং ওয়ার্ড কাউন্সিলর শাহাদাত হোসেন খোকন ঢালী প্রমুখ।
এ সময় উপস্থিত ছিলেন আওয়ামী লীগ নেতা চাঁন মিয়া সরকার, গোলাম হোসেন সরদার, ছানা উল্লাহ মেম্বার, শহীদ উল্লাহ, ৬নং ওয়ার্ড কাউন্সিলর আল-আমিন সরকার, যুবলীগ নেতা আলমগীর মোল্লা, ওমর খান, পৌর শ্রমিক লীগের সভাপতি সিরাজুল ইসলাম সরকার, পৌর ছাত্রলীগের সাবেক আহ্বায়ক সাইফুল ইসলাম, যুবলীগ নেতা শাহিন, ফয়েজ আহমেদ, ১নং ওয়ার্ড যুবলীগের সাধারণ সম্পাদক মাহবুব আলম, ছাত্রলীগ নেতা হারুন, নুর নবী, কাইয়ুম, ফাহিমসহ আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ। সভা শুরুতে পবিত্র কোরআন তেলাওয়াত করেন আওয়ামী লীগ নেতা মনির উদ্দিন সরকার।
সভার দ্বিতীয় অধিবেশনে ছেঙ্গারচর পৌর যুবলীগের ভারপ্রাপ্ত সভাপতি আবুল হোসেন ফরাজির সভাপতিত্বে এবং ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মো. জামান সরকারের পরিচালনায় ১নং ওয়ার্ড যুবলীগের ত্রি-বার্ষিক সম্মেলনে সভাপতি প্রার্থী হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করেন মো. শান্ত সরকার, মো. শাহানুর বেপারী, আলাউদ্দিন বেপারী। সাধারণ সম্পাদক পদে প্রতিদ্বন্দ্বিতা করেন মাহবুব হোসেন ও ইব্রাহিম খলিল ফরাজি।
সভা শেষে সরকারের উন্নয়ন কাজে অপপ্রচার ও পাঁয়তারাকারীদের বিরুদ্ধে ছেঙ্গারচর পৌর যুবলীগের নেতৃত্বে প্রতিবাদ মিছিল বের করা হয়। ছেঙ্গারচর বাজারের প্রধান প্রধান সড়কগুলো প্রদক্ষিণ করে পুনরায় স্কুল মাঠে এসে শেষ হয়।
০৯ অক্টোবর, ২০১৯।