ছোট সাহতলীতে হঠাৎ ঘূর্ণিঝড়ে কয়েকটি বসতঘর লণ্ড-ভণ্ড

সজীব খান
চাঁদপুর সদর উপজেলার শাহমাহমুদপুর ইউনিয়নে ছোট সাহতলী গ্রামে হঠাৎ ঘূর্ণিঝড়ে কয়েকটি বসতঘর লণ্ড-ভণ্ড হয়েছে। গত শনিবার সন্ধ্যায় ছোট সাহতলী গ্রামের ইসমাইল হোসেন মল্লিক ও আলাউদ্দিন মল্লিকের বসতঘর, রান্নাঘর ও টয়লেট লণ্ড-ভণ্ড হয়ে যায়। এতে তাদের ব্যাপক ক্ষয়-ক্ষতি হয়েছে। ঘটনাটি তাৎক্ষণিক এলাকায় ছড়িয়ে পড়লে আশপাশের লোক ঘটনাস্থলে ছুটে আসে।
সরজমিনে গেলে ক্ষতিগ্রস্তরা জানান, শনিবার মাগরিবের নামাজের পর কয়েক সেকেন্ডের ঘূর্ণিঝড় হয়। এ সময় তারা ঘরের ভেতরে মাগরিবের নামাজ আদায় করেন। পশ্চিম দিক থেকে আসা ঘূর্ণিঝড়ে পাশের বড় বড় কড়ই গাছ ভেঙে তাদের বসতঘরের উপর পড়লে বতসঘরগুলো মাটিতে লুটিয়ে পড়ে। এ সময় তারা ডাক-চিৎকার দিয়ে ঘর থেকে বের হওয়ার সময় কয়েকজন আহত হয়। ঘড়ে আলাউদ্দিনের প্রায় ২ লাখ টাকা ও ইসমাইল মল্লিকের ১ লাখ ৫০ হাজার টাকার আসবাবপত্র ক্ষতিগ্রস্ত হয়।
ঘটনাটি ইউপি চেয়ারম্যান স্বপন মাহমুদকে জানালে তিনি সাথে সাথেই ঘটনাস্থলে ছুটে আসেন। এসময় ওয়ার্ড মেম্বার আবু সাঈদ হাওলাদারসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। ক্ষতিগ্রস্তদের বসতঘরটি পূনঃনির্মাণের জন্য তারা উপজেলা প্রশাসন থেকে আর্থিক সহযোগিতা কামনা করেছেন।

১৫ জুলাই, ২০১৯।