জগন্নাথ দেবের মন্দিরে অখন্ড হরিনাম মহাযজ্ঞ অনুষ্ঠান সম্পন্ন

আজ মহোৎসব

মতলব দক্ষিণ ব্যুরো
বিপুল উৎসাহ-উদ্দীপনার মধ্য দিয়ে শান্তিপূর্ণ পরিবেশে মতলব দক্ষিণ উপজেলার ঐতিহ্যবাহী মতলব জগন্নাথ দেবের মন্দিরে ৬৫তম বার্ষিক উৎসব ৬৪ প্রহর (৮ দিন) ব্যাপী অখন্ড হরিনাম মহাযজ্ঞ অনুষ্ঠান সম্পন্ন হয়েছে। আজ মঙ্গলবার দুপুরে মহোৎসব অনুষ্ঠিত হবে মন্দির প্রাঙ্গণে। অনুষ্ঠানে ৮ দিনব্যাপী উৎসবে দেশের বিভিন্ন জেলা থেকে ৭টি কীর্ত্তনিয়া দল অংশগ্রহণ করেন।
অমৃত নাম সুধা পরিবেশনায় থাকবে গৌর নিতাই সম্প্রদায় মতলব, ভক্ত বিলাস সম্প্রদায় নেত্রকোনা, জয় বিষ্ণু প্রিয়া (মহিলা) সম্প্রদায় দিনাজপুর, সুরধ্বনী সম্প্রদায় চট্টগ্রাম, দাড়িয়াল সম্প্রদায় বরিশাল, শ্রী গুরু সম্প্রদায় বরিশাল, কৃষ্ণ মন্দির সম্প্রদায় নেত্রকোনা।
অনুষ্ঠান শান্তিপূর্ণ পরিবেশে সম্পন্ন হওয়ায় সবার কাছে কৃতজ্ঞতা প্রকাশ করেছেন উৎসব কমিটির সভাপতি নরেশ সাহা ও সাধারণ সম্পাদক কাউন্সিলর রোটা. কিশোর কুমার ঘোষ।