মতলব দক্ষিণ ব্যুরো
মতলব দক্ষিণ উপজেলার ঐতিহ্যবাহী মতলব জগন্নাথ দেবের মন্দিরে ৬৫তম বার্ষিক উৎসব ৬৪ প্রহর (৮ দিন) ব্যাপী অখন্ড হরিনাম মহাযজ্ঞ অনুষ্ঠান গতকাল সোমবার শুরু হয়েছে। গত রোববার সন্ধ্যায় মহাঅধিবাসের মধ্য দিয়ে অনুষ্ঠানের সূচনা করা হয়েছে। অধিবাস অনুষ্ঠানে মঙ্গল প্রদীপ জ্বালিয়ে মন্দির প্রদক্ষিণ করা হয়।
পরে রাত ১০টায় উৎসব কমিটির সভাপতি নরেশ সাহার সভাপতিত্বে ও মন্দির কমিটির যুগ্ম-সাধারণ সম্পাদক গনেশ ভূঁইয়ার পরিচালনায় বক্তব্য রাখেন উপজেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি ও উৎসব কমিটির সাধারণ সম্পাদক কাউন্সিলর রোটা. কিশোর কুমার ঘোষ, মন্দির কমিটির সভাপতি ও জেলা পূজা উদযাপন পরিষদের সহ-সভাপতি শংকর রাও নাগ, মন্দির কমিটির সাধারণ সম্পাদক রাধাকৃষ্ণ সাহা, উপজেলা পূজা উদযাপন পরিষদের সাধারণ সম্পাদক চন্দন সাহা।
উপস্থিত ছিলেন উপজেলা পূজা উদযাপন পরিষদের সহ-সভাপতি বাদল নন্দী, উত্তম ঘোষ, মন্দির কমিটির সহ-সভাপতি অধ্যাপক নারায়ণ সাহা, সুনীল ঘোষ, সদস্য দ্বিজেন দাস, মতলব প্রেসক্লাবের সাধারণ সম্পাদক শ্যামল চন্দ্র দাস, উপজেলা হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের যুগ্ম সম্পাদক নিমাই ঘোষসহ মন্দির কমিটির কর্মকর্তাবৃন্দ ও সদস্যবৃন্দ, পাঠকবৃন্দ, পুরোহিতবৃন্দসহ শত শত ভক্তবৃন্দ।
৮ দিনব্যাপী উৎসবে দেশের বিভিন্ন জেলা থেকে ৭টি কীর্ত্তনিয়া দল অংশগ্রহণ করেন। অমৃত নাম সুধা পরিবেশনায় থাকবে গৌর নিতাই সম্প্রদায় মতলব, ভক্ত বিলাস সম্প্রদায় নেত্রকোনা, জয় বিষ্ণু প্রিয়া (মহিলা) সম্প্রদায় দিনাজপুর, সুরধ্বনী সম্প্রদায় চট্টগ্রাম, দাড়িয়াল সম্প্রদায় বরিশাল, গুরু সম্প্রদায় বরিশাল, কৃষ্ণ মন্দির সম্প্রদায় নেত্রকোনা।