জনদুর্ভোগ দূর করতে কাউন্সিলর প্রার্থী সুমন সরকার জয়ের উদ্যোগ


স্টাফ রিপোর্টার
চাঁদপুর পৌরসভার বিভিন্ন এলাকার আন্ডারগ্রাউন্ড ড্রেনের ঢাকনা চোরে নিয়ে গেছে অথবা ভেঙে গেছে এমনি দেখা। এতে বিভিন্ন এলাকায় বাড়ছে দুর্ঘটনা।
তেমনি শহরের ১০নং ওয়ার্ডের কদমতলা এলাকায় ম্যানহোলের ঢাকনা ভেঙে জনদুর্ভোগ সৃষ্টি হয়েছে। প্রায় সময় পথচারী ও স্কুল পড়–য়া শিক্ষার্থীরা পড়ে আহত হয়। বিষয়টি এই ওয়ার্ডের কৃতী সন্তান ও সম্ভাব্য কাউন্সিলর প্রার্থী সুমন সরকার জয়ের চোখে পড়েলে তিনি নিজ অর্থায়নে জনদুর্ভোগের কথা চিন্তা করে গতকাল বৃহস্পতিবার বিকেলে নতুন ঢাকনা বসিয়ে দেন।
তার এমন মহতী উদ্যোগ দেখে এলাকাবাসী বাহবা দেন।
সুমন সরকার জয় জানান, আমি সবসময় বিভিন্ন সমস্যামূলক ও সামাজিক কাজের সাথে জড়িত ছিলাম। ভবিষ্যতেও যেন আগের মতো মানুষের পাশে দাঁড়াতে পারি, সেই দোয়া করবেন সবাই।

০৯ আগস্ট, ২০১৯।