প্রেস বিজ্ঞপ্তি
‘ভূমিখাতে চাই স্বচ্ছতা, জবাবদিহিতা, সেবার সহজীকরণ ও জনভোগান্তি হ্রাস’ এই শ্লোগান নিয়ে সচেতন নাগরিক কমিটি (সনাক), চাঁদপুর-এর আয়োজনে এবং ও চাঁদপুর সদর, উপজেলা ভূমি অফিসের সার্বিক সহযোগিতায় উপজেলা ভূমি কর্তৃপক্ষের সাথে সনাক-চাঁদপুরের মতবিনিময় সভা সহকারী কমিশনার (ভূমি), সদর-এর কার্যালয়ে অনুষ্ঠিত হয়েছে। সনাক-চাঁদপুরের সভাপতি অধ্যক্ষ মো. মোশারেফ হোসেনের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চাঁদপুর সদর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ইমরান হোসাইন সজিব।
প্রধান অতিথি তার বক্তব্যে বলেন, ভূমি অফিসকে জনবান্ধব অফিসে পরিণত করার জন্য সরকার কাজ করে যাচ্ছে। জনগণকে সেবা প্রদান করার জন্য আমরা বদ্ধপরিকর। এখন ঘরে বসেই নামজারী জমাখারিজের আবেদন করা যায়।
তিনি তার সহকর্মীদের উদ্দেশ্যে বলেন, ভূমিসেবা নিতে আসা জনসাধারণ যাতে কোন ধরণের হয়রানীর শিকার না হয় সেদিকে আমাদের খেয়াল রাখতে হবে। অনেক শিক্ষিত লোকেরও ভূমিসেবা বিষয়ে কোন অভিজ্ঞতা নেই। তাই ভূমি সেবার উপর জনগণকে সচেতন করার জন্য আমাদের কাজ করতে হবে। ভূমিসেবা সম্পর্কে জনগণ না জানার কারণেই দালাল চক্রের উদ্ভব হয়েছে। এবিষয়ে জনসাধারণকে আরও সচেতন হতে হবে। তথ্য অধিকার আইন অনুযায়ী কেউ যদি তথ্য চায় তাহলে আমরা তা দিতে বাধ্য। জনসাধারণ যাতে তথ্য নিয়ে এসে কোন ধরণের ভোগান্তির শিকার না হয় সেদিকে আমাদের লক্ষ্য রাখতে হবে।
তিনি আরো বলেন, প্রতিটি ইউনিয়ন পরিষদে সিটিজেন চার্টার ও তথ্যবোর্ডের মাধ্যমেও জনগণকে সচেতন করা সম্ভব। আসামি দিনগুলোতেও সনাকের যেকোন কার্যক্রমে উপজেলা ভূমি অফিস সর্বাত্মক সহযোগিতা করবে বলে জানান।
সভার সভাপতি অধ্যক্ষ মো. মোশারেফ হোসেন বলেন, সনাক মূলত দুর্নীতির বিরুদ্ধে সামাজিক সচেতনতা তৈরি করার জন্য বিভিন্ন কার্যক্রম পরিচালনা করছে। তিনি জানান, টিআইবি’র সাথে দুর্নীতি দমন কমিশন ও তথ্য কমিশনের এমওইউ আছে। সেই আলোকেই টিআইবি কাজ করছে। তথ্য অধিকার আইন মূলত জনগনের আইন। তথ্যের অবাধ প্রবাহ থাকলে দুর্নীতি থাকবে না। সেবা নিতে আসা জনগণ যাতে ভোগান্তির শিকার না হয় এবং প্রতিটি প্রতিষ্ঠান যাতে স্বচ্ছতা, জবাবদিহিতা ও সুশাসন বৃদ্ধিতে কাজ করে সেই লক্ষ্যেই সনাক-টিআইবি কাজ করে যাচ্ছে। তিনি ভূমি সেবাখাতে জনসচেতনতামূলক কার্যক্রম আরও কিভাবে বাড়ানো যায় সে বিষয়ে সনাক-চাঁদপুর ও উপজেলা ভূমি অফিস একত্রে কাজ করার আহ্বান জানান।
টিআইবি’র এরিয়া ম্যানেজার মো. মাসুদ রানার পরিচালনায় স্বাগত বক্তব্য রাখেন সনাকের সাবেক আহ্বায়ক ও সদস্য প্রফেসর মনোহর আলী। বিগত সভার সিদ্ধান্তসমূহ আলোচনা করেন টিআইবি’র রাজন চন্দ্র দে। এছাড়াও ভূমিসেবা খাতে সনাক-চাঁদপুরের উদ্যোগ, অগ্রগতি ও প্রত্যাশা বিষয়ে বক্তব্য রাখেন সনাক সদস্য শাহানারা বেগম, ভূমি কর্তৃপক্ষের সাথে সনাক-চাঁদপুরের পরবর্তী কার্যক্রম তুলে ধরেন সনাক সদস্য মো. আলমগীর পাটওয়ারী। তথ্য অধিকার আইন ২০০৯ এর আলোকে করণীয় শীর্ষক পর্যালোচনা (সকল কার্যালয়ের তথ্যবোর্ড/সিটিজেন চার্টার, পরামর্শ/অভিযোগ বক্স, নোটিশ বোর্ড, দায়িত্বপ্রাপ্ত তথ্য কর্মকর্তার বোর্ড হালনাগাদকরণ/ওয়েব পোর্টাল/ওয়েবসাইট, তথ্য প্রদান, তথ্য প্রদান সম্পর্কিত রেজিষ্ট্রার ইত্যাদি বাস্তবায়ন) ভূমি সেবার মানোন্নয়ন, সেবার সহজীকরণ, জনভোগান্তি হ্রাস ও সুশাসন বিষয়ে করণীয় শীর্ষক উন্মুক্ত আলোচনায় অংশগ্রহন করেন তরপুরচন্ডী ইউনিয়ন ভূমি সহকারী কর্মকর্তা মো. লতিফ মিয়া গাজী, পৌর ইউনিয়ন ভূমি সহকারী কর্মকর্তা মো. মাহবুবুল গণি, শাহতলী ইউনিয়ন ভূমি সহকারী কর্মকর্তা বিশ্বনাথ দাস, কল্যাণপুর ইউনিয়ন ভূমি সহকারী কর্মকর্তা মো. আলমগীর আলম, বাগাদী ইউনিয়ন ভূমি সহকারী কর্মকর্তা আবদুল লতিফ শেখ, সনাক সদস্য রফিক আহমেদ মিন্টু প্রমুখ।
সভায় চাঁদপুর সদর উপজেলার বিভিন্ন ইউনিয়ন ভূমি সহকারী কর্মকর্তাবৃন্দ, সদর উপজেলা ভূমি অফিসের কর্মকর্তা-কর্মচারীবৃন্দ ও সনাক-চাঁদপুরের ইয়েস ও ইয়েস ফ্রেন্ডস গ্রুপের দলনেতা ও সহ-দলনেতাবৃন্দ উপস্থিত ছিলেন।
- Home
- প্রথম পাতা
- জনসাধারণ যাতে ভোগান্তির শিকার না হয় সেজন্যে কাজ করে যাচ্ছি