জবাবদিহিতা ও সুশাসনের লক্ষ্যে শাহরাস্তি পৌরসভায় সনাকের গণশুনানি

                            সভায় অতিথিদের মধ্যে বক্তব্য রাখেন উপজেলা পরিষদ চেয়ারম্যান মুক্তিযোদ্ধা ফরিদ উল্ল্যাহ চৌধুরী

নোমান হোসেন আখন্দ
‘জলবায়ু অর্থায়ন ও প্রকল্প বাস্তবায়নে চাই স্বচ্ছতা, জবাবদিহিতা এবং জনঅংশগ্রহণ’ এ শ্লোগানে সচেতন নাগরিক কমিটি (সনাক) টিআইবি চাঁদপুরের আয়োজনে ও শাহরাস্তি পৌরসভার সার্বিক সহযোগিতায় জলবায়ু প্রকল্পে স্বচ্ছতা, জবাবদিহিতা ও সুশাসন নিশ্চিত করার লক্ষ্যে শাহরাস্তি পৌরসভায় গণশুনানি অনুষ্ঠিত হয়েছে। গতকাল মঙ্গলবার বিকাল ৪টায় শাহরাস্তি পৌরসভা চত্বরে এ সভা অনুষ্ঠিত হয়।
সচেতন নাগরিক কমিটি (সনাক) চাঁদপুরের সাবেক সভাপতি কাজী শাহাদাতের সভাপতিত্বে এবং সনাক সদস্য রাসেল হাসানের পরিচালনায় সভায় অতিথিদের মধ্যে বক্তব্য রাখেন উপজেলা পরিষদ চেয়ারম্যান মুক্তিযোদ্ধা ফরিদ উল্ল্যাহ চৌধুরী, উপজেলা নির্বাহী কর্মকর্তা শিরিন আক্তার, পৌর মেয়র হাজি আবদুল লতিফ, শাহরাস্তি থানার অফিসার ইনচার্জ মো. শাহআলম, প্রেসক্লাব সভাপতি কাজী হুমায়ুন কবির, উপজেলা পরিসংখ্যান কর্মকর্তা অনামিক ভদ্র, সমাজসেবক শাহাবুদ্দিন পাটোয়ারী, প্রভাষক এমএ কবিরুল ইসলাম মজুমদার, পৌর সচিব তোফায়েল আহম্দে শেখ, পৌর প্যানেল মেয়র বাহাউদ্দিন বাহার প্রমুখ।
গণশুনানিতে শাহরাস্তি পৌরসভার ১২টি ওয়ার্ডের জনগণ উপস্থিত থেকে জলবায়ু প্রকল্পে স্বচ্ছতা আনয়নে ও তা বাস্তবায়নে পৌর মেয়র হাজি আবদুল লতিফকে বিভিন্ন প্রশ্ন করেন। তিনি ধৈর্য্য সহকারে সব প্রশ্ন শুনেন তা বাস্তবায়ন ও সমাধানের আশ্বাস প্রদান করেন। সভায় পৌর কাউন্সিলর, সনাক নেতৃবৃন্দ, সাংবাদিক, পৌর নাগরিক, গণ্যমান্য ব্যক্তিবর্গ, রাজনৈতিক নেতৃবৃন্দ, পৌরসভায় কর্মরত কর্মকর্তা-কর্মচারীরা উপস্থিত ছিলেন।

২৮ আগষ্ট  ২০১৯