মতলব উত্তর ব্যুরো
মতলব উত্তর উপজেলার ফরাজীকান্দি ইউনিয়নের দক্ষিণ রামপুর গ্রামের দু’শতাধিক পরিবারকে জলাবদ্ধতার হাত থেকে রক্ষা করলেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) শুভাশীষ ঘোষ। গত মঙ্গলবার সকালে এলাকার যুবকদের নিয়ে স্বেচ্ছাশ্রমের মাধ্যমে আংশিক খাল খনন ও পানি নিষ্কাশনের জন্য ড্রেনেজ নির্মাণ এবং জমে থাকা পানি নিষ্কাশন করেন।
দক্ষিণ রামপুরের মিজান সরকার ও হযরত বেপারীর বাড়ি সংলগ্ন সরকারি বিএস খাল পানি নিষ্কাশন খাল হিসেবে পরিচিত। ড্রেনেজ ব্যবস্থা না থাকায় দুই পাশের ডোবার পানির চাপে রাস্তাটি দেবে যাওয়াসহ জলাবদ্ধতার সৃষ্টি হয়। যে কারনে সামান্য বৃষ্টিতেই তলিয়ে যাচ্ছে রাস্তাসহ চারপাশ। বর্ষার মৌসুমে হাঁটু সমান জলের নিচে তলিয়ে যায় রাস্তা। তখন রাস্তাটি চলাচলের সম্পূর্ণ অনুপোযোগী হয়ে পরে। দীর্ঘদিন খাল খনন না করা ও খালের উভয় পার্শ্বের জমি ভেঙে খাল ভরাট হাওয়ার কারণে এ জলাবদ্ধতার সৃষ্টি। ফরাজীকান্দি মাদ্রাসা ও চরকালিয়া উচ্চ বিদ্যালয়ে যাওয়ার একমাত্র রাস্তাটি জলাবদ্ধতার কারণে পানির নিচে তলিয়ে যায়। ফলে স্কুল ও কলেজে যেতে পারে না গ্রামের কোমলমতি শিক্ষার্থীরা।
খবর পেয়ে গত সোমবার সকালে পরিদর্শনে আসেন মতলব উত্তর উপজেলার সহকারী কমিশনার (ভূমি) শুভাশীষ ঘোষ। তিনি তাৎক্ষণিক জলাবদ্ধতার দূরীকরণের লক্ষ্যে এলাকার যুব সমাজ, জনপ্রতিনিধি ও সুধীজনদের সাথে মতবিনিময় করেন।
এলাকাবাসী জানান, স্থানীয় মিজান সরকার ও হযরত আলী বেপারীর বাড়ির পাশের সড়কের অধিকাংশসহ আশ-পাশ এলাকার প্রায় দু’শতাধিক বাড়ি-ঘর জলাবদ্ধ হয়ে পড়েছে। এ সড়কটির দু’পাশের কোথাও কোন ড্রেনেজ ব্যবস্থা নেই। ব্যবহারিক পানি কোথাও যেতে না পেরে জমে থাকে রাস্তা জুড়ে। এক যুগেরও বেশি সময় ধরে আমরা এই রাস্তা নিয়ে ভুগছি। বহুবার কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করেও কোন সুরাহা মেলেনি। দীর্ঘদিনের সমস্যাটি আজ সমাধান করায় সহকারী কমিশনার (ভূমি) শুভাশীষ ঘোষের কাছে কৃতজ্ঞতা জ্ঞাপন করছি।
জলাবদ্ধতা প্রসঙ্গে সহকারী কমিশনার ভূমি শুভাশীষ ঘোষ বলেন, দক্ষিণ রামপুর গ্রামের দীর্ঘদিনের জলবদ্ধতার দূর করতে পেরে খুবই আনন্দিত। সমস্যা দূর করাই হচ্ছে আমাদের কাজ। ড্রেনেজ সংস্কার করে তাদের দুুঃখের অবসান করার চেষ্টা বরেছি মাত্র। স্থায়ী সমাধানের লক্ষ্যে আগামি দিন থেকে কাজের ধারা অব্যাহত থাকবে।
এ সময় উপস্থিত ছিলেন ফরাজীকান্দি ইউনিয়ন ভূমি সহকারী কর্মকর্তা মো. কামরুজ্জামান, ইউপি সদস্য সফিকুল ইসলাম পাটোয়ারী, টিপু সুলতানসহ আরো অনেকে।
২২ আগস্ট, ২০১৯।