প্রধান অতিথির বক্তব্য রাখেন চাঁদপুর প্রেসক্লাবের সাবেক সভাপতি গোলাম কিবরিয়া জীবন
স্টাফ রিপোর্টার
জাতীয় কবি কাজী নজরুল ইসলাম স্মরণে চর্যাপদ সাহিত্য একাডেমির আয়োজনে আলোচনা সভা, দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়েছে। গতকাল মঙ্গলবার বিকেল সাড়ে ৫টায় ফোকাস মোহনা অফিসে অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন চাঁদপুর প্রেসক্লাবের সাবেক সভাপতি গোলাম কিবরিয়া জীবন।
কবি আসাদুল্লা কাহাফের সভাপতিত্বে ও চর্যাপদ সাহিত্য একাডেমির মহাপরিচালক কবি রফিকুজ্জামান রণির পরিচালনায় অনুষ্ঠানে শুভেচ্ছা বক্তব্য রাখেন অনুষ্ঠানের আহ্বায়ক কবি আনিস আরমান ও সদস্য সচিব আইভী রহমান।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ফোকাস মোহনার প্রকাশক ও সম্পাদক মুহাম্মদ মাসুদ আলম, গীটারিস্ট দীলিপ ঘোষ, বাংলাটিভির চাঁদপুুর জেলা প্রতিনিধি মোরশেদ আলম, সাহিত্যানুরাগী ও শিক্ষক ওয়ালিদ হোসেন উদব্যাজার।
অন্যান্যের মাঝে বক্তব্য রাখেন নজরুল ইসলাম স্মৃতি সংসদের প্রতিষ্ঠাতা কবি আরিফুল ইসলাম শান্ত, কবি ফেরারী প্রিন্স, আবদুল বারেক খান, রহমত হোসেন সাগর।
এসময় উপস্থিত ছিলেন লেখক রিফাত কান্তি সেন, আজিজ লিপন ও সাংবাদিক বারাকাত উল্যাহ পাটওয়ারী।
জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান কবি নজরুলকে বাংলাদেশে এনে যথাযথ মর্যাদায় অভিষিক্ত করেন। তাই শোকের মাসে জাতির জনকের প্রতি শ্রদ্ধা নিবেদন অতিথিদের শোকের বই উপহার দেয়া হয়। অনুষ্ঠানে চর্যাপদ সাহিত্য একাডেমির নানাবিধ কর্মযজ্ঞ দেখে অভিভূত হয়ে সহকারী অধ্যাপক মোহাম্মদ ওয়ালিদ হোসেন চর্যাপদ পরিবারকে শুভেচ্ছা ক্রেস্ট প্রদান করেন।
অনুষ্ঠানে প্রেমের কবি কাজী নজরুল ইসলামের জীবন ও কর্ম সম্পর্কের বিস্তর আলোচনা করেন বক্তারা। সর্বশেষ তাঁর আত্মার শান্তি কামনা করে দোয়া ও মোনাজাত করা হয়।
২৮ আগষ্ট ২০১৯
