জাতীয় পর্যায়ে মতলবের নাজমুলের ৪র্থ স্থান অর্জন

বাংলাদেশ ইকোনমিক্স অলিম্পিয়াডে

মতলব উত্তর ব্যুরো
রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী একেএম নাজমুল হাসান জাতীয় পর্যায়ে ‘বাংলাদেশ ইকোনোমিক্স অলিম্পিয়াডে ৪র্থ স্থান অর্জন করেছেন। আর এ প্রতিযোগিতার প্রথম ৫ জন রাশিয়ায় অনুষ্ঠিত আন্তর্জাতিক ইকোনমিক্স অলিম্পিয়াডে অংশগ্রহণের সুযোগ পাচ্ছেন।
বাংলাদেশ ইকোনোমিক্স অলিম্পিয়াডে প্রাথমিক বাছাইয়ে মোট ২ হাজার প্রতিযোগী থেকে ৪২ জনকে লিখিত পরীক্ষার জন্য নির্বাচিত করা হয়েছে। পরে লিখিত পরীক্ষায় ৫ জনকে জাতীয় দলের জন্য নির্বাচিত করা হয়েছে। এদের মধ্যে নাজমুল জাতীয় পর্যায়ে ৪র্থ স্থান অর্জন করেছেন। ৫ সদস্যদের এই টীম আগামি ২৬ জুলাই থেকে ১ আগস্ট রাশিয়াতে অনুষ্ঠিত আন্তর্জাতিক ইকোনমিক্স অলিম্পিয়াডে বাংলাদেশের হয়ে প্রতিনিধিত্ব করবে।
একেএম নাজমুল হাসান মতলব উত্তর উপজেলার ছেংগারচর পৌরসভার দুলাল কান্দি গ্রামের বাসিন্দা। তার বাবার নাম মো. শাহ জালাল এবং মার নাম হেলেনা বেগম।