ফরিদগঞ্জ ব্যুরো
ফরিদগঞ্জ উপজেলার গৃদকালিন্দিয়া উচ্চ বিদ্যালয়ের ৮ম শ্রেণির শিক্ষার্থী নাবিলা মাহজাবিন প্রাপ্তি জাতীয় পর্যায় মাধ্যমিক শিক্ষা সপ্তাহ উপলক্ষে সাংস্কৃতিক প্রতিযোগিতায় লোকসঙ্গীতে প্রথম স্থান লাভ করেছে। সে গত ২০ জুন জাতীয় শিক্ষা সপ্তাহ উপলক্ষে জাতীয় পর্যায় সাংস্কৃতিক প্রতিযোগিতায় অংশগ্রহণ করে। পরে গত ২৬ জুন আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউটে শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে নাবিলার হাতে সনদ, ক্রেস্ট ও মেডেল তুলে দেন। এসময় শিক্ষা উপমন্ত্রী মহিবুল হাসান চৌধুরী নওফেলও উপস্থিত ছিলেন।
নাবিলা মাহজাবিন চাঁদপুর জেলা শিশু একাডেমী ও শিল্পকলা একাডেমী থেকে প্রশিক্ষণ ও কোর্স সম্পন্ন করেছে। তার এই কৃতিত্বের জন্য তার সঙ্গীত গুরু অনিতা নন্দী, স্বপন সেনগুপ্ত, মৃনাল সরকার ও লাকী সেনগুপ্তসহ সব শিক্ষক ও সহযোগীদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।
নাবিলা জাতীয় শিক্ষা সপ্তাহ উপলক্ষে গৃদকালিন্দিয়া উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থী হয়ে লোক সঙ্গীতে অংশগ্রহণ করে, উপজেলা, জেলা, বিভাগ ও পরে জাতীয় পর্যায় প্রথম স্থান অধিকার করে এই কৃতিত্ব লাভ করে। নাবিলার মা রোজিনা আখতার গৃদকালিন্দিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক ও বাবা এএফএম মাহমুদুল হাসান পল্লী বিদ্যুৎ সমিতি ফরিদগঞ্জের সহকারী প্রকৌশলী।
নাবিলার এই কৃতিত্বের জন্য ফরিদগঞ্জ উপজেলা শিল্পকলা একাডেমীর সভাপতি ও উপজেলা নির্বাহী অফিসার মো. আলী আফরোজ, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার শাহ আলী রেজা আশরাফী, ফরিদগঞ্জ প্রেসক্লাবের সভাপতি নুরুন্নবী নোমান, সাধারণ সম্পাদক প্রবীর চক্রবর্ত্তী ও বিদ্যালয়ের শিক্ষকবৃন্দ অভিনন্দন ও শুভেচ্ছা জানিয়েছেন।
২ জুলাই, ২০১৯।