জাতীয় শোক দিবসে চাঁদপুর পুনাকের খাবার বিতরণ

স্টাফ রিপোর্টার
জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৬তম শাহাদাতবার্ষিকী ও জাতীয় শোক দিবস উপলক্ষে চাঁদপুরে পুলিশ নারী কল্যাণ সমিতি পুনাকের আয়োজনে আলোচনা সভা ও খাবার বিতরণ করা হয়েছে। গত রোববার (১৫ আগস্ট) সকাল সাড়ে ১১টায় চাঁদপুর নতুন বাজার পুলিশ ফাঁড়িতে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন পুনাকের সভানেত্রী ও পুলিশ সুপার মো. মিলন মাহমুদের সহধর্মিণী ডা. আফসানা শর্মী।
এসময় উপস্থিত ছিলেন জেলা পুনাকের সহ-সভানেত্রী পূজা দাস, অর্থ দপ্তর সম্পাদক ঈশানা ইভা, যোগাযোগ বিষয়ক সম্পাদক আফরুজা নাহার, সদস্য পিয়ূকা বড়ুয়া, চাঁদপুর মডেল থানার অফিসার ইনচার্জ আবদুর রশিদ, নতুনবাজার পুলিশ ফাঁড়ির ইনচার্জ ইন্সপেক্টর কামরুজ্জামান, পুনাকের প্রশিক্ষণ বিভাগের অধ্যক্ষ শিপ্রা মজুমদার ও প্রশিক্ষক রাখী মজুমদার।
১৭ আগস্ট, ২০২১।