জাতীয় শোক দিবসে জেলা প্রশাসনের আলোচনা


বঙ্গবন্ধুর আদর্শ লালন করেই দেশকে এগিয়ে নিয়ে যেতে হবে
…..ভূমি সচিব মাকসুদুর রহমান পাটওয়ারী

এস এম সোহেল
স্বাধীনতার মহান স্থপতি, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৪তম শাহাদাতবার্ষিকী ও জাতীয় শোক দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। গত বৃহস্পতিবার সন্ধ্যায় জেলা শিল্পকলা একাডেমীতে জেলা প্রশাসনের আয়োজনে সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন ভূমি মন্ত্রণালয়ের সচিব মাকসুদুর রহমান পাটওয়ারী।
তিনি তার বক্তব্যে বলেন, বঙ্গবন্ধুকে নিয়ে আনুষ্ঠানিকতা করার কিছু নেই। বঙ্গবন্ধুর আদর্শ লালন করেই দেশকে এগিয়ে নিয়ে যেতে হবে। কোনভাবেই এই দেশে পাকিস্তানী ভাবধারায় পরিণত হতে দেয়া হবে না। এজন্য সবাইকে নিজ অবস্থানে থেকে দেশকে সুন্দরভাবে এগিয়ে নিতে সরকারকে সহযোগিতা করতে হবে।
সভায় সভাপতির বক্তব্যে জেলা প্রশাসক মো. মাজেদুর রহমান খান বলেন, জাতির পিতার স্বপ্নের সোনার বাংলা গড়তে দুর্নীতিকে কোনভাবেই প্রশ্রয় দেয়া যাবে না। আমরা সবাই মিলেমিশে জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে দেশের উন্নয়নকে এগিয়ে নিতে কাজ করবো। এই হোক আজকের দিনে আমাদের দৃৃৃঢ় অঙ্গীকার। এ সময় তিনি চাঁদপুর-৩ আসনের সংসদ সদস্য শিক্ষামন্ত্রী ডা. দীপু মনির স্বামীর রোগমুক্তির জন্য সবার কাছে দোয়া প্রার্থনা করেন।
লেখক ডা. পিযূষ কান্তি বড়ুয়ার পরিচালনায় সভায় আরো বক্তব্য রাখেন পুলিশ সুপার মো. জিহাদুল কবির, চাঁদপুর জেলা আওয়ামী লীগের সভাপতি ও পৌর মেয়র নাছির উদ্দিন আহমেদ, সাধারণ সম্পাদক আবু নঈম পাটওয়ারী দুলাল, সাংগঠনিক সম্পাদক তাফাজ্জল হোসেন এসডু পাটওয়ারী, চাঁদপুর প্রেসক্লাবের সাধারণ সম্পাদক লক্ষণ চন্দ্র সূত্রধর, ফরিদগঞ্জ উপজেলা পরিষদ চেয়ারম্যান অ্যাড. জাহিদুল ইসলাম রোমান, স্বাধীনতা পদকপ্রাপ্ত নারী মুক্তিযোদ্ধা ডা. সৈয়দা বদরুন নাহার চৌধুরী।
এ সময় জেলা প্রশাসন, পুলিশ বিভাগ, রাজনৈতিক, সাংবাদিক ও বিভিন্ন মহলের কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।
এর আগে সকালে দিবসকে ঘিরে শহরস্থ অঙ্গীকার পাদদেশে পুষ্পস্তবক অর্পণ এবং পরে শোক র‌্যালি বের করা হয়।

২০ আগস্ট, ২০১৯।