জামতলায় ওয়াজ ও দোয়ার মাহফিল সম্পন্ন


স্টাফ রিপোর্টার :
চাঁদপুর শহরের জামতলায় ওয়াজ ও দোয়ার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। মাহফিলে এলাকার ধর্মপ্রাণ মুসলমান ছাড়াও বিভিন্ন স্থান থেকে অসংখ্যক সুন্নী মুসলিমরা অংশগ্রহণ করেন। এ বছর ৫ম বারের মতো ওয়াজ ও দোয়ার মাহফিল অনুষ্ঠিত হলো। ওয়াজ মাহফিলে ইসলাম ধর্মীয় বিভিন্ন বিষয়ের উপর তাৎপর্য নিয়ে বক্তারা তাদের বক্তব্য রাখেন।
ওয়াজ ও দোয়ার মাহফিলে সভাপতিত্ব করেন জামতলা জামে মসজিদের সভাপতি হাজি তাজুল ইসলাম। মাহফিলে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ, মুফাসসিরে কোরআন মুফতি শাহিদুর রহমান মাহমুদাবাদী।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন হাফেজ ক্বারী মাও. শাহীদুল ইসলাম। বিভিন্ন দিক নির্দেশনামূলক বিষয় নিয়ে ওয়াজ করেন রেলওয়ে জিলানীয়া জামে মসজিদের খতিব হাফেজ মাও. ওবায়দুল্লাহ ও স্থানীয় উত্তর শ্রীরামদী জামতলা জামে মসজিদের খতিব মাও. শরীফুল ইসলাম। সবশেষে দেশ ও জাতির মঙ্গল কামনা করে এবং পৃথিবীর সব মৃত মুসলমানের রুহের মাগফেরাত কামনা করে, তাদের বেহেস্তবাশী করার দোয়া চেয়ে মোনাজাত পরিচালনা করেন মুফতি শাহিদুর রহমান মাহমুদাবাদী। পরে সবার মাঝে তবাররুক বিতরণ করা হয়।
মাহফিলে আল্লাহ কর্তৃক বান্দার উপর যে আদেশ নির্দেশ রয়েছে সেসব গুরুত্বপূর্ণ দিক নিয়ে আলোকপাত করা হয়। এছাড়া এক মুসলমানের প্রতি অন্য মুসলমানের যে অধিকার, পিতা-মাতার ভরণ-পোষণ, গুরুজনের শ্রদ্ধ, কারো প্রতি জুলুম না করা এবং অন্যের হক নষ্ট না করা- এসব বিষয়ের উপর বিশেষ গুরুত্ব দিয়ে সবাইকে হালালভাবে চলার আহবান জানানো হয়।
গত বুধবার ওয়াজ ও দোয়ার মাহফিলের আয়োজনে ছিলেন শহরের উত্তর শ্রীরামদী জামতলা জামে মসজিদ কমিটি ও এলাকার যুব সমাজ। এ এলাকার যুবকরা এলাকা থেকে মাদক, সন্ত্রাস, ইভটিজিং, বাল্যবিবাহ, নাশকতা ও জঙ্গিবাদ নিরসনে নিরলসভাবে কাজ করে যাচ্ছে।