জামায়াত নেতা অ্যাড. শাহজাহান আটক

স্টাফ রিপোর্টার
চাঁদপুর শহরে জামায়াতের গণমিছিল থেকে পুলিশের ওপর হামলা ও ককটেল বিস্ফোরণের ঘটনায় দায়েরকৃত মামলার এজহারভুক্ত আসামি চাঁদপুর শহর জামায়াতের সাবেক আমীর অ্যাডভোকেট মো. শাহজাহান মিয়াকে গ্রেফতার করেছে পুলিশ। মঙ্গলবার (২৭ ডিসেম্বর) দুপুরে শহরের পুরাণবাজার পূর্ব শ্রীমরাদীস্থ তার বাড়ী থেকে চাঁদপুর মডেল থানা পুলিশ তাকে আটক করে।
গ্রেফতার শাহজাহান মিয়া চাঁদপুর সদর উপজেলা পরিষদ সাবেক ভাইস চেয়ারম্যান ও চাঁদপুর থেকে প্রকাশিত দৈনিক চাঁদপুর দিগন্ত পত্রিকার সম্পাদক ও প্রকাশক।
গত শনিবার (২৪ ডিসেম্বর) চাঁদপুর শহরে ১০ দফা দাবী আদায় ও জামায়াতের কেন্দ্রীয় নেতাদের মুক্তির দাবীতে বের হওয়া গণমিছিল থেকে পুলিশের উপর হামলা, ককটেল বিস্ফোরন ও রাস্তায় যানচলাচলে প্রতিবন্ধকতা সৃষ্টির অপরাধে জামায়েত ইসলামীর ১৩ জন আসামির নাম উল্লেখ ও অজ্ঞাত প্রায় দেড় শতাধিক নেতাকর্মীর বিরুদ্ধে চাঁদপুর সদর মডেল থানার এসআই সুমন চন্দ্র নাহা বাদী হয়ে মামলা দায়ের করেন।
ওই দিন পুলিশ গণমিছিল থেকে ১৩ জন আসামিকে আটক করলেও যাচাই বাচাই শেষে ৬ জন শিবির কর্মীকে পরদিন রোববার (২৫ ডিসেম্বর) আদালতে পাঠায়।
চাঁদপুর মডেল থানার ওসি মুহাম্মদ আবদুর রশিদ জানান, গ্রেফতার শাহজাহান মিয়া এজহারভুক্ত আসামি। বর্তমানে তিনি থানা হেফাজতে আছেন এবং আদালতে পাঠানো হবে। এই মামলার অন্য আসামিদের গ্রেফতারের চেষ্টা অব্যাহত রয়েছে।

২৮ ডিসেম্বর, ২০২২।