জিলানী চিশতী কলেজে সাউন্ড সিস্টেম স্থাপন

স্টাফ রিপোর্টার
চাঁদপুর সদর উপজেলার শাহমাহমুদপুর ইউনিয়নের শাহতলী জিলানী চিশতী কলেজে ছাত্র-ছাত্রীদের জন্য কলেজ গভর্নিং বডির চেয়ারম্যান সোহেল রুশদীর ব্যক্তিগত তহবিল থেকে শ্রেণিকক্ষের জন্য সাউন্ড সিস্টেম হস্তান্তর করা হয়েছে।
গতকাল মঙ্গলবার দুপুড় ১টায় কলেজ মিলনায়তনে কলেজের অধ্যক্ষ মো. হারুন-অর রশিদের সভাপতিত্বে এবং ইংরেজি প্রভাষক মো. জহিরুল ইসলাম খান মুরাদের পরিচালনায় প্রধান অতিথির বক্তব্য রাখেন কলেজ গভর্নিং বডির চেয়ারম্যান ও দৈনিক চাঁদপুর খবরের সম্পাদক ও প্রকাশক সোহেল রুশদী।
তিনি তার বক্তব্যে বলেন, আমি খুবই আনন্দিত বিগত কয়েক বছরের মধ্যে এ কলেজে সর্বোচ্চ ভর্তি হয়েছে। এই প্রতিষ্ঠান ছাত্র-ছাত্রীদের জন্য খুবই নিরাপদ। আমরা শৃঙ্খলা কমিটি করেছি। শিক্ষার্থীদের সমস্যা হলে শৃঙ্খলা কমিটিকে জানাবে। শৃঙ্খলা কমিটি অধ্যক্ষের রিপোর্ট অনুযায়ী দ্রুত ব্যবস্থাগ্রহণ করবে। এ প্রতিষ্ঠানে বাল্যবিবাহ, ইভটিজিংয়ের ব্যাপারে জিরো টলারেন্স নীতি গ্রহণ করা হয়েছে। মেয়েদের কলেজে আসা-যাওয়া করতে কোন অসুবিধা হলে আমি তাৎক্ষণিক ব্যবস্থাগ্রহণ করবো। আমি মিডিয়ার লোক হওয়াতে তাৎক্ষণিক ব্যবস্থা নিতে সুবিধা হবে।
তিনি আরো বলেন, আমাদের প্রতিটি বিষয়ে অভিজ্ঞ ও দক্ষ শিক্ষক রয়েছে। নিয়মিত ক্লাস করলে সব শিক্ষার্থী ভালো ফলাফল অর্জন করবে। তোমরা ভাগ্যবান বছরের শুরুতে নতুন ভবনে ক্লাস করতে পারছ। এটি আমাদের চাঁদপুর-৩ আসনের সংসদ সদস্য ও শিক্ষামন্ত্রী ডা. দীপু মনির সহায়তায় পেয়েছি। এজন্য আমরা প্রধানমন্ত্রী ও শিক্ষামন্ত্রীর কাছে কৃতজ্ঞ।
অনুষ্ঠানে অতিথিদের মধ্যে বক্তব্য রাখেন জিলানী চিশতী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক নেপাল চন্দ্র কর্মকার।
এ সময় উপস্থিত ছিলেন কলেজের ইসলামের ইতিহাসের সহকারী অধ্যাপক সাহেরা আক্তার, কৃষি শিক্ষার সহকারী অধ্যাপক মো. কামরুল হাসান, বাংলার সহকারী অধ্যাপক আলেয়া চৌধুরী, যুক্তিবিদ্যার সহকারী অধ্যাপক শামীমা আক্তার, সমাজকর্মের প্রভাষক ও কলেজ গভর্নিং বডির শিক্ষক প্রতিনিধি সদস্য মো. নূরুল বাতেন, ইসলাম শিক্ষার প্রভাষক মাও. ছোহাইল আহমাদ চিশতী, তথ্য ও যোগাযোগ প্রযুক্তির প্রভাষক নুরুন্নাহার বেগম মুক্তা, জীব বিজ্ঞানের প্রদর্শক মো. মঞ্জুর হোসেন পাটওয়ারী, অর্থনীতির প্রভাষক ফারজানা আক্তার, পদার্থবিজ্ঞানের প্রভাষক মো. হানিফ মিয়া, হিসাববিজ্ঞানের প্রভাষক মো. মানিক মিয়া, জীববিজ্ঞানের প্রভাষক মো. হাবিবুর রহমান, রসায়নের প্রভাষক মাহবুবুর রহমান, উচ্চতর গণিতের প্রভাষক মো. শাহাদাৎ হোসেন, পৌরনীতি ও সুশাসনের প্রভাষক মনোয়ারা খাতুন, উৎপাদন ব্যবস্থাপনা ও বিপণনের প্রভাষক মো. মনজুরুল আলম পাটওয়ারী, সহকারী লাইব্রেরীয়ান নাছরীন আক্তার, শরীরচর্চা শিক্ষক হালিমা আক্তার প্রমুখ।

১৭ জুলাই, ২০১৯।