জেলায় শ্রেষ্ঠ, দীর্ঘমেয়াদী ও কর বাহাদুর হেট্রিক হাজীগঞ্জের আবদুল মান্নান খান

হাছান মাহমুদ :
জাতীয় রাজস্ব বোর্ড কর অঞ্চল কুমিল¬ার চাঁদপুর জেলায় শ্রেষ্ঠ করদাতা, দীর্ঘমেয়াদী ও কর বাহাদুর পরিবারে ভূষিত হয়ে বিরল সম্মানের অধিকারী হয়েছে হাজীগঞ্জ পৌরসভার সাবেক দু’বারের মেয়র, রাজনীতিবিদ ও ব্যবসায়ী আবদুল মান্নান খান বাচ্চু। তিনি সরকার কর্তৃক ২০০৮ সালে জেলার শ্রেষ্ঠ করদাতা ও ২০১২ সালে জেলায় দীর্ঘমেয়াদী করদাতা এবং ২০১৭ সালে কর বাহাদুর পরিবার হিসেবে নির্বাচিত হয়ে হেট্রিক করেছেন। আগামি ৮ নভেম্বর জাতীয় রাজস্ব বোর্ডের উদ্যোগে কর অঞ্চল কুমিল¬ায় আয়োজিত অনুষ্ঠানে তাকে পুরস্কার ও সম্মাননা প্রদান করা হবে। গতকাল সোমবার চাঁদপুর সার্কেলের হাজীগঞ্জ অতিরিক্ত সহকারী কর কমিশন আবদুল হক এ সংক্রান্ত দাওয়াত কার্ড আবদুল মান্নান খানের হাতে তুলে দেন এবং ফুলেল শুভেচ্ছা জানান।
তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় আবদুল মানান খান বাচ্চু সাংবাদিকদের উদ্দেশে বলেন, আমি আমার সততার পুরস্কার পেয়েছি। জীবনে ১৮/১৯ বছর বয়সে ব্যবসা শুরু করি। ২২ বছর বয়স থেকে কর দেয়া শুরু করেছি। বর্তমানে আমি, আমার দুই স্ত্রী, দুই মেয়ে ও এক ছেলে নিয়মিত কর পরিশোধ করায় জেলায় প্রথমবারের মত সরকার কর্তৃক কর বাহাদুর পরিবার নির্বাচিত হয়েছি। জীবনে রাজনীতি করেছি, দু’বার পৌরসভার মেয়র ছিলাম, কখনও একটি মিথ্যা কথাও বলিনি। দুর্নীতি করিনি, কারো একটি টাকাও আত্মসাৎ করিনি। তাই আল্লাহপাক আমাকে সম্মান দান করেছে।
অতিরিক্ত সহকারী কর কমিশন আবদুল হক বলেন, এই প্রথম দেশে ৬৪ জেলায় কর বাহাদুর পরিবার নির্বাচিত করা হয়েছে। এর মধ্যে চাঁদপুর জেলায় হাজীগঞ্জের আবদুল মান্নান খান বাচ্চু নির্বাচিত হয়েছেন। সে হিসেবে তাকে পুরস্কারের জন্য আমন্ত্রণ কার্ড প্রদান করা হল।