
বঙ্গবন্ধু জাতির পিতাই নন আমাদের আদর্শের পিতা : ডা. দীপু মনি এমপি
এস এম সোহেল :
চাঁদপুর জেলা আওয়ামী লীগের পূর্ণাঙ্গ উপদেষ্টা পরিষদ ও কার্যকরী কমিটির পরিচিতি সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল মঙ্গলবার বেলা ১১টায় চাঁদপুর প্রেসক্লাব মিলনায়তনে পরিচিতি সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন বাংলাদেশ আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক ও সাবেক পররাষ্ট্রমন্ত্রী ডা. দীপু মনি এমপি।
তিনি তাঁর বক্তব্যে বলেন, আওয়ামী লীগের প্রতিষ্ঠাতা জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। তিনি শুধুমাত্র জাতির পিতা’ই নন, আমাদের আদর্শের পিতা। তাই দলের প্রতিটা নেতাকর্মীকে মহান এ পিতার আদর্শকে হৃদয়ে ধারণ এবং লালন করতে হবে। কারণ মহান এ মানুষটি জন্মেছেন বলেই আমরা স্বাধীন সার্বভৌম বাংলাদেশ পেয়েছি এবং এদেশের মন্ত্রী, এমপি ও নেতা হতে পেরেছি।
তিনি আরো বলেন, বঙ্গবন্ধুর হাতেগড়া বাংলাদেশ আওয়ামী লীগ একটি সুশৃঙ্খল রাজনৈতিক দল। এই দলের গৌরবময় বহু ইতিহাস রয়েছে। আজ জননেত্রী শেখ হাসিনার বলিষ্ঠ নেতৃত্বে বাংলাদেশ যেভাবে এগিয়ে যাচ্ছে তাতে দ্রুত বঙ্গবন্ধু স্বপ্নের সোনার বাংলা প্রতিষ্ঠিত হবে। বর্তমানে দেশের জনগণ সুখে-শান্তিতে বসবাস করতে পারছে। দেশের শিক্ষা, স্বাস্থ্য, কৃষি, প্রযুক্তিসহ সব সেক্টরে উন্নতির পাশাপাশি মানুয়ের আয়-রোজগার বৃদ্ধি পাচ্ছে। তাই আমরা বিশ্বাস করি আগামি নির্বাচনে দেশের উন্নয়নের স্বার্থে জনগণই আওয়ামী লীগকে রাষ্ট্র ক্ষমতায় আনবে।
অতিথির বক্তব্যে কেন্দ্রিয় আওয়ামী লীগের ত্রাণ ও সমাজকল্যাণ বিষয়ক সম্পাদক সুজিত রায় নন্দী বলেন, বর্তমান বিশ্বের সবচেয়ে বড় অভিশাপ হলো সন্ত্রাস ও জঙ্গিবাদ। এই অভিশাপ থেকে বাংলাদেশকে রক্ষা করতে হলে স্বাধীনতার স্বপক্ষের শক্তিকে ঐক্যবদ্ধ হতে হবে। জননেত্রী শেখ হাসিনার হাতকে শক্তিশালী করতে হবে। এখন থেকে আমাদের সবার একই কথা আর সেটা হলো শেখ হাসিনা ও নৌকা। শেখ হাসিনাকে আবারো প্রধানমন্ত্রী করতে তাঁর মনোনীত প্রার্থী ও নৌকা ছাড়া আমাদের আর কোনো কথা নেই।
সভাপতির বক্তব্যে জেলা আওয়ামী লীগের সভাপতি আলহাজ নাছির উদ্দিন আহমেদ বলেন, আওয়ামী লীগ স্বাধীনতার নেতৃত্ব দানকারী দল। এ দলের প্রতিষ্ঠাতা ইতিহাসের মহানায়ক, জাতির পিতা বঙ্গবন্ধু। আমাদের মনে রাখতে হবে স্বাধীনতার পরাজিত শক্তি ‘৭৫ সালে বঙ্গবন্ধুকে স্ব-পরিবারে হত্যা করেছে, তারা এখনো তাদের ষড়যন্ত্র চালিয়ে যাচ্ছে। এদের প্রতিহত করতে হলে আওয়ামী লীগের সব নেতাকর্মীকে ঐক্যবদ্ধ থাকতে হবে। আগামি সংসদ নির্বাচনে চাঁদপুরের ৫টি আসন জননেত্রী শেখ হাসিনাকে উপহার দিতে হবে।
এসময় দলের প্রতিষ্ঠাতাসহ সব গণতান্ত্রিক আন্দোলনে নিহতদের স্মরণে দোয়া ও মোনাজাত করেন চাঁদপুর-৪ আসনের সংসদ সদস্য ড. মোহাম্মদ শামসুল হক ভূঁইয়া।
জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আলহাজ আবু নঈম পাটওয়ারী দুলালের পরিচালনায় উপস্থিত ছিলেন নবগঠিত উপদেষ্টা পরিষদের সদস্য স্বাধীনতা পদকপ্রাপ্ত নারী মুক্তিযোদ্ধা ডা. সৈয়দা বদরুন্নাহার চৌধুরী, সহ-সভাপতি ইউসুফ গাজী, ডা. জেআর ওয়াদুদ টিপু, শহীদুল্লাহ মাস্টার, আলহাজ বিল্লাল আখন্দ, সন্তোষ দাস, আ. রশিদ সর্দার, মনজুরুল ইসলাম মঞ্জু, শামসুল হক মন্টু পাটওয়ারী ও ইঞ্জি. আব্দুর রব ভূঁইয়া, যুগ্ম সাধারণ সম্পাদক আহসান উল্যাহ আখন্দ, অ্যাড. জহিরুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক তাফাজ্জল হোসেন এসডু পাটওয়ারী, শাহীর হোসেন পাটওয়ারী, অ্যাড. মুজিবুর রহমান ভূঁইয়া, আইন বিষয়ক সম্পাদক অ্যাড. রুহুল আমিন সরকার, কৃষি ও সমবায় বিষয়ক সম্পাদক অজয় কুমার ভৌমিক, তথ্য ও গবেষণা বিষয়ক সম্পাদক অ্যাড. বিনয় ভূষণ মজুমদার, দপ্তর সম্পাদক মো. শাহ আলম মিয়া, ধর্ম বিষয়ক সম্পাদক আবুল কাশেম কন্ট্রাক্টর, বন ও পরিবেশ বিষয়ক সম্পাদক রফিকুল ইসলাম কাজল, বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক প্রকৌশলী একেএম মোতালেব হোসেন, মহিলা বিষয়ক সম্পাদক অধ্যাপিকা মাসুদা নূর খান, মুক্তিযোদ্ধা বিষয়ক সম্পাদক মুক্তিযোদ্ধা মো. হানিফ পাটওয়ারী, যুব ও ক্রীড়া সম্পাদক- মাসুদ আলম মিল্টন, শিক্ষা ও মানবসম্পদ বিষয়ক সম্পাদক জিল্লুর রহমান জুয়েল, শিল্প ও বাণিজ্য বিষয়ক সম্পাদক বিল্লাল হোসেন মজুমদার, শ্রম বিষয়ক সম্পাদক নুরুল ইসলাম মিয়াজী, সংস্কৃতি বিষয়ক সম্পাদক অ্যাড. জসিম উদ্দিন মিঠু, স্বাস্থ্য ও জনসংখ্যা বিষয়ক সম্পাদক ডা. হারুনুর রশিদ সাগর, উপ-দপ্তর সম্পাদক অ্যাড. রনজিত রায় চৌধুরী, কার্যকরী কমিটির সদস্য মুনির আহমেদ, মুক্তিযোদ্ধা নূরুল ইসলাম নাজিম দেওয়ান, অধ্যাপক আব্দুর রশিদ, অধ্যাপক ফজলুল হক, ফরিদ উল্যাহ চৌধুরী, হাজি আব্দুল লতিফ, রাধা গোবিন্দ গোপ, আবু তাহের পাটওয়ারী, রনজিৎ চাকী, হারুনুর রশিদ, এমএ কুদ্দুছ, কবির আহমেদ, আলী আরশাদ মিয়াজী, অ্যাড. সাইয়েদুল ইসলাম বাবু, আবু সাহেদ সরকার, আব্দুল লতিফ, হুমায়ুন কবির, গাজী মঈনউদ্দীন, দেলোয়ার হোসেন সরকার, জাহাঙ্গীর আলম মজুমদার, ওয়াহাব জমাদার, সালেহ আহমেদ (শাহরাস্তি), অ্যাড. বদিউজ্জামান কিরণ, আইয়ুব আলী বেপারী, বেগম সাজেদা সুলতানা কাঁকন, বেগম জাকিয়া সুলতানা শেফালী, রফিকুল ইসলাম কোম্পানী, খালেদুর রহমান মিঠু, অধ্যক্ষ ড. মো. হাসান খান, আনিস চৌধুরী, মোতালেব জমাদার, বেলায়েত হোসেন গাজী বিল্লাল ও বেগম খোদেজা রহমান।
এর আগে শোক প্রস্তাব পাঠ করেন নব-গঠিত কমিটির প্রচার ও প্রকাশনা সম্পাদক আবু নাছের বাচ্চু পাটওয়ারী। অনুষ্ঠানের শুরুতেই পবিত্র কোরান থেকে তেলাওয়াত করেন জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি আবুল খায়ের পাটওয়ারী, গীতা পাঠ করেন বিশিষ্ট লেখক ও লিটলম্যাগ তরী’র প্রধান উপদেষ্টা ডা. পীযূষ কান্তি বড়ূয়া এবং বাইবেল পাঠ করেন অনুদাস।