স্টাফ রিপোর্টার
চাঁদপুর জেলা কাজী সমিতির সেক্রেটারী হাফেজ মাও. আবু সুফিয়ানের মা ও মরহুম আব্দুর রব দেওয়ানের স্ত্রী সুফিয়া বেগমের জানাজা শেষে পারিবারিক কবরস্থানে দাফন সম্পন্ন হয়েছে। গত বৃহস্পতিবার বাদ জোহর গ্রামের বাড়ি তরপুরচন্ডী দেওয়ান বাড়িতে জানাজা অনুষ্ঠিত হয়। জানাজায় ইমামতি করেন গাছতলা দরবার শরীফের পীর খাজা ওয়ালি উল্যাহ।
জানাজার আগে পরিবারের পক্ষে বক্তব্য রাখেন মরহুমার ছেলে হাফেজ মাও. আবু সুফিয়ান ও আলেমদের পক্ষে জেলা ইমাম মুয়াজ্জিন কল্যাণ সমিতির সাধারণ সম্পাদক মাও. আব্দুর রহমান।
জানাজায় অংশ নেন চাঁদপুর পৌরসভার সচিব আবুল কালাম ভূঁইয়া, গাছতলা দরবার শরীফের পীরজাদা খাজা মো. জোবায়ের, বাগাদী দরবার শরীফের পীরজাদা আশেকুল আরেফিন নাহিদ, চাঁদপুর জেলা কাজী সমিতির সভাপতি মাও. ফজলুল কবির পাটওয়ারী, সহ-সভাপতি মাওলানা হেলাল হোসাইন, মাওলানা ইসমাইল শেখ, মাও. মো. ইমরান হোসাইন, সাবেক সেক্রেটারী হাফেজ মাও. ছাদেক মো. ফারুক, জয়েন্ট সেক্রেটারী মোশারফ হোসেন মিন্টু, সদর থানা সভাপতি মাও. সাঈদুর রহমান, সেক্রেটারী কাজী মাও. ইসমাল খান, হাইমচর উপজেলা সেক্রেটারী আবুল কালাম আজাদ, হাজীগঞ্জ উপজেলা সেক্রেটারী মাও. হারিস উদ্দিন, মতলব দক্ষিণ উপজেলা সেক্রেটারী সালাহ উদ্দিন সোহেল, কচুয়া উপজেলা সহ-সভাপতি মাও. মো. নিজাম উদ্দিন, ফরিদগঞ্জ উপজেলা সেক্রেটারী মাও. মো. সফিউল্যাহ।
ব্যবসায়ীদের মধ্যে অংশ নেন রেলওয়ে হকার্স মার্কেট ব্যবসায়ী সমিতির সভাপতি আনোয়ার হোসেন আনু, সাধারণ সম্পাদক জাকির হোসেন মৃধা, মরহুমার বড় ছেলে আব্দুর রাজ্জাক, মেঝ ছেলে দেওয়ান ওমর ফারুক, মরহুমার ছোট ভাই সাংবাদিক মুহাম্মদ মাসুদ আলমসহ আত্মীয়-স্বজন ও ধর্মপ্রাণ মুসল্লিরা।
উল্লেখ্য, গত বুধবার দিনগত রাত আনুমানিক ১২.৫ মিনিটে বার্ধক্যজনিত কারণে সুফিয়া বেগম ইন্তেকাল করেন (ইন্নালিল্লাহি….রাজিউন)। মৃত্যুকালে তার বয়স হয়েছিলো ৮২ বছর।
০১ সেপ্টেম্বর, ২০১৯।


