
দেশের উন্নয়নে সরকার কৃষি খাতে ভর্তুকি দিচ্ছে
……..আবু নঈম পাটওয়ারী দুলাল
স্টাফ রিপোর্টার
চাঁদপুর জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আবু নঈম পাটওয়ারী দুলাল বলেন, আওয়ামী লীগ একটি রাজনৈতিক দল। যেখানে ডাক্তার, ইঞ্জিনিয়ার, কৃষকসহ সবার স্থান এবং সবার অগ্রাধিকার রয়েছে। গতকাল শনিবার সকালে জেলা আওয়ামী লীগের অস্থায়ী কার্যালয়ে জেলা কৃষক লীগের বর্ধিত সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
তিনি আরো বলেন, কৃষকরা আমাদের প্রাণ। কৃষকদের জাগ্রত করে তুলতে হবে। বর্তমান সরকার কৃষি উন্নয়নের জন্য ভর্তুকি দিচ্ছে, একমাত্র দেশকে উন্নয়নের শিখরে পৌঁছানোর জন্য। যে মানুষের পাশে থাকে, যে মানুষের জন্য কাজ করে, এমন নেতৃত্ব দরকার। বঙ্গবন্ধু যেমন নেতৃত্ব দিয়েছিলেন, আওয়ামী লীগকে প্রতিষ্ঠিত করতে এবং একটি স্বাধীন বাংলাদেশ গড়ে তুলতে।
কৃষক লীগের আহ্বায়ক মুক্তিযোদ্ধা মো. জয়নাল আবেদীন প্রধানের সভাপতিত্বে ও যুগ্ম-আহ্বায়ক হারুন অর রশিদের পরিচালনায় বক্তব্য রাখেন ফরিদগঞ্জ উপজেলা কৃষক লীগের সভাপতি ছাত্তার পাটওয়ারী, হাজীগঞ্জ উপজেলা কৃষক লীগের সভাপতি মোরশেদ আলম, শাহরাস্তি উপজেলা কৃষক লীগের আহ্বায়ক জসিম উদ্দিন পাটওয়ারী, মতলব উত্তর কৃষক লীগের সাধারণ সম্পাদক জিএম ফারুক, মতলব দক্ষিণ কৃষক লীগের সাধারণ সম্পাদক নূর মোহাম্মদ বেপারীসহ বিভিন্ন উপজেলা নেতৃবৃন্দ।
সভার আগে পবিত্র কোরআন থেকে তেলাওয়াত ও পরে মোনাজাত পরিচালনা করেন মাওলানা এএইচএম হাবিব উল্লাহ হাসান।
৪ আগস্ট, ২০১৯।