দেশের জন্য শান্তি প্রতিষ্ঠায় আমাদের কাজ করতে হবে
………………জেলা পরিষদ চেয়ারম্যান আলহাজ ওচমান গনি পাটওয়ারী
স্টাফ রিপোর্টার
খোশ আমদেদ মাহে রমজান উপলক্ষে জেলা পরিষদের আয়োজনে চাঁদপুরের ওলামা-মাশায়েখদের সম্মানে ইফতার মাজহফিল অনুষ্ঠিত হয়েছে। গতকাল সোমবার সন্ধ্যায় চাঁদপুর শহরের নতুনবাজার জামিয়া দারুল ঈমান বেগম মসজিদ মাদ্রাসায় ইফতারপূর্বক সংক্ষিপ্ত বক্তব্য রাখেন জেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ ওচমান গনি পাটওয়ারী।
তিনি তাঁর বক্তব্যে বলেন, পবিত্র রমজান মাস আত্মসুদ্ধির মাস। এ মাসে আমাদের বেশি বেশি ইবাদত করতে হবে। কারণ আল্লাহতায়ালা এ মাসে সবচেয়ে বেশি সওয়াব দান করবেন। ইসলাম শান্তির ধর্ম। দেশের জন্য শান্তি প্রতিষ্ঠায় আমাদের কাজ করতে হবে। আল্লাহতায়ালা আমাদের সম্পদ দান করেছেন। আর সেই সম্পদকে আমাদের যথাযথভাবে কাজে লাগাতে হবে। রমজান মাস যাকাত দেয়ার সময়। কারণ অন্য সময় থেকে এ মাসে যাকাত দিলে বেশি সওয়াব অর্জন করা যায়। তাই কাদের যাকাত দিতে হবে সেই সম্পর্কে আমাদের ধারণা রাখতে হবে।
বেগম জামে মসজিদ দারুল ঈমান মাদ্রাসার মুহতামিম মুফতি মাহবুবুর রহমানের পরিচালনায় ইফতার মাহফিলে বক্তব্য রাখেন জেলা পরিষদের নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ মিজানুর রহমান।
এসময় উপস্থিত ছিলেন চাঁদপুর চেম্বার অব কামার্সের সভাপতি জাহাঙ্গীর আখন্দ সেলিম, ফুলছোঁয়া মাদ্রাসার পরিচালক পীরে কামেল মুফতি আবু সাঈদ, বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজসেবক মোহাম্মদ আলী জিন্নাহ, জাফরাবাদ মাদ্রাসার মুহতামিম খাজা আহমেদ উল্লাহ, জেলা আওয়ামী লীগের সাবেক সদস্য আলহাজ অ্যাড. জসিম উদ্দিন পাটওয়ারী, উজানী মাদ্রাসার মুহতামিম মাহবুবে এলাহী, জেলা পরিষদের সদস্য মুকবুল হোসেন মিয়াজী, দৈনিক ইল্শেপাড়ের প্রধান সম্পাদক মাহবুবুর রহমান সুমন, টেলিভিশন সাংবাদিক ফোরামের সভাপতি আল ইমরান শোভন, সাধারণ সম্পাদক রিয়াদ ফেরদৌস প্রমুখ।
- Home
- প্রথম পাতা
- জেলা পরিষদের আয়োজনে ওলামা-মাশায়েখদের সম্মানে ইফতার মাহফিল
Post navigation
