উন্নয়ন অব্যাহত রাখতে নৌকায় ভোট দিন : চেয়ারম্যান ওচমান গনি পাটওয়ারী
স্টাফ রিপোর্টার :
চাঁদপুর জেলা পরিষদ চেয়ারম্যান আলহাজ ওচমান গনি পাটওয়ারী বলেছেন, উন্নত বাংলাদেশ গঠন করতে হলে শেখ হাসিনা ও আওয়ামী লীগকে ক্ষমতায় রাখতে হবে। শেখ হাসিনা প্রধানমন্ত্রী থাকলেই দেশ ও জাতির উন্নতি হয়। ২০২১ সালের মধ্যে মধ্যম আয়ের দেশ এবং ২০৪১ সালের মধ্যে উন্নত দেশ গড়তে হলে আবারো আওয়ামী লীগকে ক্ষমতায় আনতে হবে। চাঁদপুর জেলা পরিষদসহ সকল সেক্টরের উন্নয়ন অব্যাহত রাখতে নৌকা মার্কায় ভোট দিতে জেলাবাসীর প্রতি আহ্বান জানিয়েছেন তিনি।
আলহাজ ওচমান গনি পাটওয়ারী গতকাল সোমবার দুপুরে চাঁদপুর জেলা পরিষদের মাসিক সভায় সভাপতির বক্তব্যে এসব কথা বলেন।
জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা (যুগ্ম সচিব) আবদুল মান্নানের পরিচালনায় সভায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন জেলা পরিষদের প্যানেল চেয়ারম্যান-৩ রওনক আরা রত্না, সদস্য যথাক্রমে মো. আল-আমিন ফরাজী, মো. নুরুল ইসলাম পাটওয়ারী, মো. মুকবুল হোসেন মিয়াজী, এস এম আল মামুন সুমন, মো. মশিউর রহমান মিটু, রফিক আহমেদ তালুকদার, মোহাম্মদ বিল্লাল হোসেন, মো. তুহিন খান, মো. জোবায়ের হোসেন, মো. সালাউদ্দিন, সংরক্ষিত মহিলা সদস্য মিসেস ইয়াছমিন, খোদেজা রহমান, জোবেদা বেগম খুশি, জান্নাতুল ফেরদৌস।
এছাড়া উপস্থিত ছিলেন নবনিযুক্ত সচিব মো. মিজানুর রহমান, সহকারী প্রকৌশলী আবদুল হালিম, উপ-সহকারী প্রকৌশলী মো. ইকবাল হোসেন, প্রশাসনিক কর্মকর্তা শেখ মহিউদ্দিন রাসেল, হিসাবরক্ষক মো. ইকবাল হোসেন, সার্ভেয়ার নাছির উদ্দিন, উচ্চমান সহকারী মো. মজিবুর রহমান ও মো. কুদ্দুস ভাটসহ জেলা পরিষদের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তারা। সভায় জেলা পরিষদের বিভিন্ন উন্নয়ন কর্মকান্ড নিয়ে আলোচনা ও সিদ্ধান্ত গৃহীত হয়।
জেলা পরিষদ চেয়ারম্যান তার বক্তব্যে আরো বলেন, প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশ অবিশ্বাস্য দ্রুততায় উন্নত দেশের দিকে ধাবিত হচ্ছে। জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্বপ্নের সোনার বাংলা প্রতিষ্ঠায় তার সুযোগ্য কন্যা, সফল প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে সারাদেশে উন্নয়নের জোয়ার বইছে। দেশের উন্নয়ন ও স্থিতিশীলতা অব্যাহত রাখতে আবারো শেখ হাসিনাকে প্রধানমন্ত্রী করার বিকল্প নেই।
- Home
- প্রথম পাতা
- জেলা পরিষদের মাসিক সভা