স্টাফ রিপোর্টার
জেলা পরিষদ চেয়ারম্যান আলহাজ ওচমান গনি পাটওয়ারীর বড় বোন, চাঁদপুর সদরের বাগাদী ইউনিয়নের বাগাদী দরবার শরীফের মরহুম ছোট হুজুর আলহাজ মাও. হফিউল্লাহ খানের স্ত্রী মনোয়ারা বেগমের দাফন সম্পন্ন হয়েছে। গত বৃহস্পতিবার সকাল ১০টায় বাগাদী আহমাদিয়া ফাযিল মাদ্রাসা মাঠে মরহুমার জানাযা অনুষ্ঠিত হয়। এরপর পারিবারিক গোরস্থানে তাকে দাফন করা হয়।
জানাযায় ইমামতি করেন বাগাদী দরবার শরীফের পীর আলহাজ মাও. এ কে এম নেয়ামত উল্ল্যাহ খান। জানাযার আগে বক্তব্য রাখেন চাঁদপুর জেলা পরিষদ চেয়ারম্যান আলহাজ ওচমান গনি পাটওয়ারী, বাগাদী ইউপি চেয়ারম্যান বেলায়েত হোসেন গাজী বিল্লাল, বাগাদী আহমাদিয়া ফাযিল মাদ্রাসার ভাইস প্রিন্সিপাল মাও. আহসান উল্ল্যাহ, পীরজাদা মাহফুজ উল্ল্যাহ খান, আলহাজ সাইফুল্ল্যাহ খান নাহিদ, আশিকুল আরেফিন খান নাহিদ, মরহুমার ছেলে সালামত উল্ল্যাহ খান শাহিন।
জানাযায় উপস্থিত ছিলেন ফরিদগঞ্জ উপজেলা চেয়ারম্যান অ্যাড. জাহিদুল ইসলাম রোমান, সদর উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান আইয়ুব আলী বেপারী, জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আলহাজ তাফাজ্জল হোসেন এসডু পাটওয়ারী, দৈনিক চাঁদপুরজমিনের সম্পাদক মো. রোকনুজ্জামান রোকন, পৌর আওয়ামী লীগের কোষাধ্যক্ষ মো. ওমর পাটওয়ারী, জেলা যুবলীগের যুগ্ম-আহ্বায়ক আবু পাটওয়ারী, মাহফুজুর রহমান টুটুল, জেলা ছাত্রলীগের সাবেক সভাপতি অ্যাড. জসিম উদ্দিন পাটওয়ারী, জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক পারভেজ করিম বাবু, বাপসা চাঁদপুর জেলা শাখার সভাপতি সুলতান মাহমুদ, সাধারণ সম্পাদক এম এ কুদ্দুস রোকন, যুগ্ম সম্পাদক মুহিবুবুল আহসান নিপুসহ ধর্মপ্রাণ মুসল্লিরা।
এর আগে বুধবার দুপুর আড়াইটার দিকে চাঁদপুর প্রিমিয়ার হাসপাতালে ইন্তেকাল করেন মনোয়ারা বেগম (ইন্নালিল্লাহি….রাজিউন)। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৭১ বছর। তিনি বার্ধক্যজনিত রোগে ভুগছিলেন। মরহুম মনোয়ারা বেগম মৃত্যুকালে ৩ ছেলে, ৫ মেয়ে, ৪ ভাই, ৪ বোনসহ বহু আত্মীয়-স্বজন রেখে গেছেন। তার বড় বোনের ছেলে শাহ নেওয়াজ সাবেক নির্বাচন কমিশনার। অন্য ভাইদের মধ্যে আলহাজ ওমর পাটওয়ারী চাঁদপুর পৌর আওয়ামী লীগের কোষাধ্যক্ষ, আবু পাটওয়ারী জেলা যুবলীগের যুগ্ম-আহ্বায়ক ও অ্যাড. জসিমউদ্দিন পাটওয়ারী জেলা ছাত্রলীগের সাবেক সভাপতি। তার ছেলে সালামত উল্যা খান শাহীন চাঁদপুর জেলা ইউপি সচিব সমিতির সাংগঠনিক সম্পাদক। মরহুমার ছেলে মরহুম জাফর উল্যা খান চাঁদপুর সদর উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি ও জেলা ছাত্র-ছাত্রলীগের সাবেক সিনিয়র সহ-সভাপতি ছিলেন।
২৯ সেপ্টেম্বর, ২০১৯।