স্টাফ রিপোর্টার
চাঁদপুর জেলা পরিষদ চেয়ারম্যান আলহাজ ওচমান গনি পাটওয়ারী বলেছেন, সফল প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা ক্ষমতায় আছেন বলেই সব ধর্মের মানুষ আজ দেশে সুখে-শান্তিতে বসবাস করতে পারছে, নিজ নিজ ধর্ম পালন করতে পারছে। জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান যে অসাম্প্রদায়িক বাংলাদেশের স্বপ্ন দেখেছিলেন জননেত্রী শেখ হাসিনার নেতৃত্ব তা আজ সুপ্রতিষ্ঠিত। আওয়ামী লীগ ক্ষমতায় থাকলেই সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় থাকে।
তিনি আরো বলেন, বাংলার মুসলিম, হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান, উপ-জাতি সবাই মিলে একযোগে শান্তিপূর্ণ সহাবস্থানের যে ঐতিহ্য রয়েছে তা বিশ্বের অনেক উন্নত দেশেও অনুপস্থিত। এই সুনাম, সুখ্যাতি, ঐতিহ্য আমাদের বজায় রাখতে হবে।
তিনি গত সোমবার রাতে চাঁদপুর সদর উপজেলার বাবুরহাট সার্বজনীন পূজা উদযাপন পরিষদ কর্তৃক কুলদা প্রসাদ দে বাড়িতে দুর্গামন্ডপ পরির্দশনকালে পূজারীদের উদ্দেশ্যে এসব কথা বলেন।
দুর্গোৎসব উদযাপন পরিষদের সভাপতি সুভাষ চন্দ্র পালের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক সুরঞ্জিত করের পরিচালনায় আরো বক্তব্য রাখেন চাঁদপুর প্রেসক্লাবের সহ-সভাপতি রহিম বাদশা।
অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন জেলা পরিষদ সদস্য ও মৈশাদী ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি নুরুল ইসলাম পাটোয়ারী।
০৯ অক্টোবর, ২০১৯।