জেলা পরিষদ সদস্য হুমায়ুন কবিরের মৃত্যুতে চেয়ারম্যানের শোক প্রকাশ


স্টাফ রিপোর্টার
চাঁদপুর জেলা পরিষদ সদস্য ও জেলা আওয়ামী লীগের কার্যকরী কমিটির সদস্য, শাহরাস্তির টামটা ইউনিয়নের দীর্ঘদিনের সাবেক চেয়ারম্যান মো. হুমায়ুন কবির মজুমদারের মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন জেলা পরিষদ চেয়ারম্যান আলহাজ ওচমান গনি পাটওয়ারী।
এক শোক বার্তায় তিনি মরহুমের রুহের মাগফিরাত কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করেন। তিনি বলেন, মরহুম মো. হুমায়ুন কবির মজুমদার একজন দেশপ্রেমিক ও বঙ্গবন্ধুর আদর্শের সৈনিক ছিলেন। তার মৃত্যুতে শাহরাস্তিবাসী একজন জনদরদী সমাজসেবক ও জনপ্রতিনিধিকে হারিয়েছে। চাঁদপুর জেলা পরিষদ হারিয়েছে একজন দক্ষ ও অভিজ্ঞ জনপ্রতিনিধিকে। তার এই শূন্যতা সহজে পূরণ হওয়ার নয়।

২৬ সেপ্টেম্বর, ২০১৯।