স্টাফ রিপোর্টার
শাহরাস্তি উপজেলার রাড়া গ্রামের ভূমিদস্যু খতিয়ান দুলাল হোসেন ভূঁইয়ার বিরুদ্ধে অসহায় একটি পরিবার জেলা প্রশাসকের বরাবর স্মারকলিপি প্রদান করেছে। গতকাল সোমবার দুপুরে অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোহাম্মদ শওকত ওসমানের কাছে অসহায় বিল্লাল হোসেন ও তার পরিবারের লোকজন স্মারকলিপি প্রদান করেন।
অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোহাম্মদ শওকত ওসমান তাৎক্ষণিক শাহরাস্তি উপজেলা নির্বাহী কর্মকর্তা শারমিন আক্তারকে বিষয়টি তদারকি করে দ্রুত সমাধানের নির্দেশ দেন।
স্মারকলিপিতে বিল্লাল হোসেন উল্লেখ করেন, আমি দীর্ঘ ১৫/১৬ বছর সৌদি ও কুয়েত প্রবাসে গিয়ে টাকা-পয়সা উপার্জন করে আমার বাবার কাছে পাঠাই। বাবা ঐ টাকা দিয়ে সম্পত্তি ক্রয় করার পর আমাদের পরিবারের সবাই মিলে বসবাস করি। দুলাল হোসেন আমার বাবার দ্বিতীয় স্ত্রী ছেলে। সে সুকৌশলে আমার বাবার কাছ থেকে অলিখিত কাগজে স্বাক্ষর নিয়ে নেয়। পরে ওই অলিখিত কাগজে ১.১৭ একর জমি তার মত করে লিখে জাল দলিল তৈরি করে। পরবর্তীতে আমাদের বিরুদ্ধে সাজানো মামলা দিয়ে আমাদের হয়রানি করতে থাকে। আমি বিভিন্ন সময় এলাকা গণ্যমান্য ব্যক্তিদের কাছে বিষয়টি জানালে করলে কয়েকবার বসে সমাধানের জন্য হয়। গণ্যমান্য ব্যক্তিরা ঐ বিষয় বিবেচনা করে কোনো সিদ্ধান্ত গেলে উল্টো তাদেরও আসামি করে মামলা দিয়ে হয়রানি করে দুলাল হোসেন ভূঁইয়া। দুলাল হোসেন আমার এবং পরিবারের উপর একাধিকবার হামলা করে এবং আমার বসতভিটা থেকে বের করে দিয়েছে। আমি ও আমার পরিবার ভয়ে কোনো প্রতিবাদ করতে পারিছি না। ঐ বিষয় সঠিকভাবে খতিয়ে দেখে সুষ্ঠু সমাধান কামনা করছি।
০৮ অক্টোবর, ২০১৯।