ট্রাফিক আইন, ইভটিজিং ও সোস্যাল মিডিয়া সম্পর্কে শিক্ষার্থীদের সচেতনতায় চাঁদপুরে পুলিশের মুক্ত আলোচনা

স্টাফ রিপোর্টার
চাঁদপু জেলা পুলিশ প্রশাসনের আয়োজনে শহরের পুরাণবাজার হাফেজ মাহমুদা পৌর বালিকা উচ্চ বিদ্যালয়ে ট্রাফিক আইন, ইভটিজিং ও সোস্যাল মিডিয়া সম্পর্কে ছাত্র-ছাত্রীদের মাঝে সচেতনতা সৃষ্টিতে মুক্ত আলোচনা অনুষ্ঠিত হয়। গতকাল শনিবার বেলা ১১টায় আলোচনায় প্রধান অতিথির বক্তব্য রাখেন চাঁদপুর মডেল থানার অফিসার ইনচার্জ মো. নাসিম উদ্দিন।
শিক্ষার্থীদের উদ্দেশে তিনি বলেন, তোমরা যারা নতুন প্রজন্ম রয়েছে তাদের হাতে আগামি বাংলাদেশ। তোমাদের হাত ধরেই আমাদের প্রত্যাশিত সোনার বাংলা প্রতিষ্ঠিত হবে। এজন্যে এখন থেকে তোমাদের নিজেদের যোগ্য নাগরিক ও দেশপ্রেমিক হয়ে হড়ে উঠতে হবে। তোমাদের নিয়ে এমন স্বপ্ন শুধু তোমাদের পিতা-মাতাই না, রাষ্ট্রও দেখে থাকে।
তিনি আরো বলেন, একটি দুষ্ট চক্র দেশকে অস্থিতিশীল করতে সোস্যাল মিডিয়ায় গুজবের আশ্রয় নিয়েছে। এদের ব্যপারে সজাগ থাকতে হবে। বিশেষ করে সোস্যাল মিডিয়ায় যে কোন গুজব থেকে নিজেদের নিরাপদ রাখতে হবে। এ ধরনের কোন পোস্টে লাইক, কমেন্টস ও শেয়ার করা থেকে বিরত থাকতে হবে।
তিনি বলেন, তোমাদের সাথে কেউ ইভটিজিং করলে সাথে সাথে ৯৯৯ নম্বরে ফোন দিবে। ৫ মিনিটের মধ্যে পুলিশ উপস্থিত হয়ে যাবে। তোমরা কখনোই নিজেদের অসহায় ভাববে না। কারণ তোমাদের পাশে তোমাদের অভিভাবক, শিক্ষক ও প্রশাসন রয়েছে।
এসময় উপস্থিত ছিলেন চাঁদপুর মডেল থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) মো. হারুনুর রশীদ, বিদ্যালয়ের প্রধান শিক্ষক কাজী সুরাইয়া আক্তার, সহকারী প্রধান শিক্ষক মো. সফিকুর রহমান, শিক্ষক রুনা লায়লা, ইকরামুল হক, ওমর ফারুক, আবেদা খাতুন, শেখ ফরিদ, মো. ওয়াজ উল্লাহ, মো. মহসিন, পুরাণবাজার পুলিশ ফাঁড়ির এসআই পলাশ বড়ুয়াসহ আরো অনেকে।

১৪ জুলাই, ২০১৯।