ডা. তালিমকে রামপুর বিএনপির সম্পাদকের দায়িত্ব প্রদান


স্টাফ রিপোর্টার :
চাঁদপুর সদর উপজেলার রামপুর ইউনিয়নের দেবপুর হাফেজিয়া মাদ্রাসার প্রাঙ্গণে গতকাল রোববার বিকাল ৩টায় ইউনিয়ন বিএনপির সাধারণ সভা অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন ইউনিয়ন বিএনপির সভাপতি হুমায়ুন কবির সর্দার। ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক ডা. তোয়াফুর রহমান শানুর মৃত্যুতে সাধারণ সম্পাদকের পদটি শূন্য হয়। শূন্যপদে সর্বসম্মতিক্রমে ইউনিয়ন বিএনপির যুগ্ম সম্পাদক ডা. তালিম হোসেন পাঠানকে সাধারণ সম্পাদক হিসাবে দায়িত্ব প্রদান করা হলো। ডা. তালিম হোসেন পাঠান পরবর্তী নির্দেশ না দেয়া পর্যন্ত ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক হিসাবে দায়িত্ব পালন করবেন বলে জানিয়েছেন সদর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক অ্যাড. সামছুল ইসলাম মন্টু।