ডা. দীপু মনির গণসংযোগ ও উঠান বৈঠক

উন্নয়নের ধারাবাহিকতা রাখতে আবারো নৌকা মার্কাকে জয়ী করতে হবে

এস এম সোহেল
আসন্ন একাদশ জাতীয় নির্বাচনকে সামনে রেখে চাঁদপুর-৩ নির্বাচনী আসনে নৌকা মার্কার সমর্থনে মৈশাদী ইউনিয়ন ও পৌরসভার ১৩, ১৪নং ওয়ার্ডের বিভিন্ন স্থানে ব্যাপক গণসংযোগ ও ৫টি উঠান বৈঠকে অংশ নেন আওয়ামী লীগ মনোনীত প্রার্থী সাবেক পররাষ্ট্রমন্ত্রী ডা. দীপু মনি এমপি।
গতকাল মঙ্গলবার সকাল থেকে শুরু করে রাত পর্যন্ত এই প্রচারণা করেন তিনি। প্রথমেই তিনি মৈশাদী ইউনিয়নের ১নং ওয়ার্ডের লোকমান হোসেন মিজি বাড়িতে উঠান বৈঠকে প্রধান অতিথির বক্তব্য রাখেন। এরপর ৬নং ওয়ার্ডের মৈশাদী ইউনিয়ন পরিষদ প্রাঙ্গণে নারী সমাবেশ, সর্দার বাড়ির উঠান বৈঠক, ফৌজদার খাঁ বাড়ির উঠান বৈঠক, বীর প্রতীক মমিন উল্লা পাটওয়ারী বাড়ির উঠান বৈঠকে প্রধান অতিথির বক্তব্য রাখেন ডা. দীপু মনি এমপি। সন্ধ্যায় পৌর এলাকার ১৩নং ওয়ার্ডের শেখেরহাট, ১৪নং ওয়ার্ডের শিলনদিয়া ও পরে জেলা পরিষদ এলাকার শেখ বাড়িতে উঠান বৈঠকে অংশ নেন তিনি।
এ সময় ডা. দীপু মনি এমপি প্রধান অতিথির বক্তব্য রাখতে গিয়ে বলেন, আপনারা ভোট দিয়েছিলেন বলেই আমি দশটি বছর আপনাদের সেবা করার সুযোগ পেয়েছি। তিনি উন্নয়ন প্রসঙ্গে বলেন, ৩৫ বছরে এই আসনটিতে অনেক এমপি-মন্ত্রী ক্ষমতায় ছিল, এখানকার মানুষের সবচাইতে যে সমস্যাটি নদী ভাঙন, কিন্তু সেই ভাঙন প্রতিরোধে কেউ ব্যবস্থা নেয়নি। আমি আপনাদের দেয়া সুযোগটি কাজে লাগিয়ে চাঁদপুর-হাইমচরকে নদী ভাঙন থেকে রক্ষায় ১৯ কিলোমিটার স্থায়ী বাধ নির্মাণ করে দিয়েছি। ৩০০ কোটি টাকা ব্যয়ে ১১৫ বছরের পুরোনো লাকসাম-চাঁদপুর রেলপথকে নতুন করে তৈরী করা হয়েছে। আমার নির্বাচনী এলাকায় ৩৩৭টি স্কুল, ৫৩টি কলেজ, ২২৭ কিলোমিটার নতুর রাস্তা নির্মাণ করা হয়েছে। ৩৮টি নতুন কমিউনিটি ক্লিনিক করা হয়েছে। আশ্রয়ন প্রকল্পের মাধ্যমে ৩ হাজারের বেশি পরিবারকে নতুন ঘর দেয়া হয়েছে। বর্তমানে ঘরে ঘরে বিদ্যুৎ, সবার হাতে মোবাইল, বছরের প্রথমদিন আপনাদের সন্তানদের হাতে নতুন বই তুলে দিচ্ছে সরকার। আগের সরকার কি আপনাদের জন্য এত উন্নয়ন করেছে, নিশ্চয় না।
তিনি আরো বলেন, বর্তমান সরকার বিধবা ভাতা, মাতৃত্বকালীন ভাতা, বৃদ্ধ ভাতা, ভিজিডি কার্ডে চাল পাওয়া- এসব কিছুর ধারাবাহিকতা রাখতে হলে আবারো আপনাদের নৌকা মার্কাকে জয়ী করতে হবে।
এ সময় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন সদর উপজেলা আওয়ামী লীগের সভাপতি নুরুল ইসলাম নাজিম দেওয়ান, সাধারণ সম্পাদক আলী অরশাদ মিয়াজী, সদর উপজেলা মহিলা আওয়ামী লীগের সভাপতি সাহিদা আক্তার, জেলা স্বেচ্ছাসেবক লীগের যুগ্ম আহ্বায়ক জাফর ইকবাল মুন্না, আওয়ামী লীগ নেতা জুয়েল ঢালী, সদর উপজেলা যুবলীগের যুগ্ম-আহ্বায়ক শিমুল হাসান শাবনু, সদর উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক নাছির খান, ইউনিয়নের মুরব্বি শেখ আব্দুল মান্নান খান, কামাল পাটওয়ারী প্রমুখ।
এসময় উপস্থিত ছিলেন সদর উপজেলা আওয়ামী লীগের সাংস্কৃতিক সম্পাদক সুকুমার কর রামু, মৈশাদী ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি নুরুল ইসলাম, সাধারণ সম্পাদক বোরহান বেপারী, যুবলীগের আহ্বায়ক আজাদ খান, ছাত্রলীগের সভাপতি তারেক খান, সাধারণ সম্পাদক ইকবাল হোসেনসহ ইউনিয়ন আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগ, মহিলা আওয়ামী লীগ, স্বেচ্ছাসেবক লীগ, শ্রমিক লীগ, অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীবৃন্দ।