স্টাফ রিপোর্টার
চাঁদপুর-৩ (সদর-হাইমচর) আসনে আওয়ামী লীগ মনোনীত নৌকা মার্কার প্রার্থী ডা. দীপু মনির সমর্থনে পৌর ১৩নং ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও কাউন্সিলর আলমগীর গাজীর আয়োজনে সভা ও মিছিল বের করা হয়েছে। গতকাল শুক্রবার বিকেলে শহরের ওয়ারলেস মোড়ে সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আলহাজ তাফাজ্জল হোসেন এসডু পাটোয়ারী।
তিনি তার বক্তব্যে বলেন, ডা. দীপু মনি এই আসনে নির্বাচিত হওয়ার পর গত দশ বছরে সাড়ে ৩ হাজার কোটি টাকার উন্নয়ন কাজ করেছেন। আপনাদের ভোটে তিনি আবার নির্বাচিত হলে কোন কাজ অসমাপ্ত থাকবে না। তাই তিনি শান্তি ও উন্নয়নের লক্ষ্যে নৌকায় ভোট দেয়ার আহ্বান জানান।
তিনি আরো বলেন, শেখ হাসিনা মনোনীত প্রার্থী সাবেক সফল পররাষ্ট্রমন্ত্রী ডা. দীপু মনিকে নৌকা মার্কায় বিজয়ী করতে সবাইকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করতে হবে। দেশকে এগিয়ে নিয়ে যেতে হলে শেখ হাসিনাকে আবারো বিজয়ী করতে হবে। দেশের স্বার্থে নৌকার স্বার্থে আমরা আওয়ামী লীগ পরিবার এক ও অভিন্ন। তাই ৩০ ডিসেম্বর একাদশ জাতীয় সংসদ নির্বাচনে ডা. দীপু মনিকে নৌকা মার্কায় ভোট দিয়ে জয়যুক্ত করে প্রমাণ করবো আমরা আওয়ামী লীগ এক ও অভিন্ন।
ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি যুবরাজ দাসের সভাপতিত্বে এবং অর্থ সম্পাদক সুলতান আহমেদের পরিচালনায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন জেলা আওয়ামী লীগের শিক্ষা ও মানবকল্যাণ বিষয়ক সম্পাদক অ্যাড. মো. জিল্লুর রহমান জুয়েল, পৌর আওয়ামী লীগের সভাপতি রাধা গোবিন্দ গোপ, সাধারণ সম্পাদক আমিনুর রহমান বাবুল, সদর উপজেলা যুবলীগের আহ্বায়ক হুমায়ুন কবীর সুমন।
ওয়ার্ড নেতৃবৃন্দের মধ্যে আরো বক্তব্য রাখেন ১৩নং ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক কাউন্সিলর আলমগীর গাজী, যুগ্ম সাধারণ সম্পাদক মো. মোবারক গাজী, ওয়ার্ড যুবলীগের সভাপতি কাশেম গাজী, ওয়ার্ড ছাত্রলীগের সভাপতি কাকন গাজী প্রমুখ।
এসময় উপস্থিত ছিলেন জেলা, পৌর, সদর উপজেলা ও ওয়ার্ড আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগ, অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ। সভা শেষে নৌকা মার্কার প্রার্থী ডা. দীপু মনির সমর্থনে একটি মিছিল বের করা হয়।
- Home
- প্রথম পাতা
- ডা. দীপু মনি এমপি’র বিজয়ের লক্ষ্যে চাঁদপুর পৌর ১৩নং ওয়ার্ড আ.লীগের সভা ও মিছিল
Post navigation
