ডা. দীপু মনি দেশের প্রথম নারী শিক্ষামন্ত্রী

চাঁদপুর-হাইমচরে আনন্দের বন্যা

এস এম সোহেল
স্বাধীনতার ৪৭ বছর পর দেশ পেতে যাচ্ছে একজন নারী শিক্ষামন্ত্রী। তিনি চাঁদপুর-হাইমচরের উন্নয়নের রুপকার ও কেন্দ্রিয় আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক ডা. দীপু মনি এমপি। তিনি এর আগেও প্রথম নারী হিসেবে পররাষ্ট্রমন্ত্রীর মতো গুরুত্বপূর্ণ মন্ত্রণালয়ের দায়িত্ব পালন করেন। আজ সোমবার বিকালে আওয়ামী লীগের নেতৃত্বে গঠিত নতুন সরকারের মন্ত্রীসভায় শপথগ্রহণ অনুষ্ঠিত হবে।
গতকাল রোববার বিকালে সচিবালয়ে সংবাদ সম্মেলনে পূর্ণাঙ্গ তালিকা প্রকাশ করেন মন্ত্রিপরিষদ সচিব মোহাম্মদ শফিউল আলম। ৪৬ সদস্যের এই মন্ত্রিসভায় প্রধানমন্ত্রী শেখ হাসিনা ছাড়া ২৪ জন মন্ত্রী, ১৯ জন প্রতিমন্ত্রী ও ৩ জন উপমন্ত্রীর নাম প্রকাশ করা হয়। এর মধ্যে শিক্ষামন্ত্রী হিসেবে ডা. দীপু মনি এমপির নাম প্রকাশ করা হয়।
এদিকে ডা. দীপু মনি এমপিকে মন্ত্রী করায় চাঁদপুর-হাইমচরে বইছে আনন্দের বন্যা। গতকাল রোববার বিকালে আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা মিষ্টি বিতরণ এবং আনন্দ মিছিল করেছে।
গতকাল রোববার বিকেলে মন্ত্রী হিসেবে শপথ নেয়ার ফোন পাওয়ার কথা স্বীকার করে প্রতিক্রিয়ায় ডা. দীপু মনি বলেন, দায়িত্ব পালনে সবার সহযোগিতা কামনা করছি। একই সঙ্গে আওয়ামী লীগ সভাপতি, প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে কৃতজ্ঞতা ও ধন্যবাদ জানান তিনি।
চাঁদপুরের প্রবীণরা বলেন, আলোকিত পরিবারে জন্ম নেয়া ডা. দীপু মনির হাত ধরে শিক্ষার গুণগতমান প্রসারে বাংলাদেশ আরেক ধাপ এগিয়ে যাবে। একজন যোগ্য ব্যক্তিকে যথার্থ স্থানে বসিয়েছে সরকার। সময়ের প্রয়োজনে ডা. দীপু মনির হাত ধরে প্রযুক্তিবান্ধব শিক্ষা বিস্তার ঘটবে। এমনটা প্রত্যাশা করা যেতে পারে। দেশে ও বিদেশে উচ্চতর ডিগ্রিধারী ডা. দীপু মনি একজন জনস্বাস্থ্য বিশেষজ্ঞ এবং আইনজীবী।
জেলা আওয়ামী লীগ সভাপতি ও পৌর মেয়র নাছির উদ্দিন আহমেদ এবং সাধারণ সম্পাদক আবু নঈম পাটোয়ারী দুলাল, ডা. দীপু মনি এমপিকে সরকারের মন্ত্রীসভায় শিক্ষার মতো গুরুত্বপূর্ণ মন্ত্রণালয় লাভ করায় অভিনন্দন জানিয়েছেন।
উল্লেখ্য, ডা. দীপু মনির বাবা এম এ ওয়াদুদ জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ঘনিষ্ঠ সহচর, ছাত্রলীগের সাধারণ সম্পাদক, সাংবাদিক এবং ‘৫২ এর ভাষা সৈনিক। তাঁর একমাত্র ভাই ডা. জে আর ওয়াদুদ টিপু দেশের একজন বিশেষজ্ঞ চিকিৎসক। চাঁদপুর সদর উপজেলার রামপুর ইউনিয়নে তাদের পৈত্রিক বাড়ি। চাঁদপুর-৩ (চাঁদপুর সদর-হাইমচর) আসন থেকে এই নিয়ে পরপর তিনবার সংসদ সদস্য নির্বাচিত হন ডা. দীপু মনি।
ডা. দীপু মনি এমপি বাংলাদেশের ইতিহাসে প্রথম নারী শিক্ষামন্ত্রী। এর আগে নবম সংসদে পররাষ্ট্রমন্ত্রী হিসেবেও দেশে তিনিই প্রথম নারী হিসেবে দায়িত্ব পালন করেন। এছাড়া ছিলেন দশম সংসদে পররাষ্ট্র মন্ত্রণালয় বিষয়ক সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি। সামাজিক উন্নয়ন এবং প্রশাসনিক ক্ষেত্রে তার অনন্য অবদানের জন্য ইতোমধ্যে তিনি মাদার তেরেসা আন্তর্জাতিক পুরস্কারে ভূষিত হয়েছেন। ২০১৬ সালে আওয়ামী লীগের ২০তম কাউন্সিলে তিনি পুনরায় দলের যুগ্ম সাধারণ সম্পাদক হিসেবে নির্বাচিত হন।
পররাষ্ট্রমন্ত্রী দায়িত্ব পালন কালে দেশের সমুদ্রসীমা বিজয়সহ বেশকিছু গুরুত্বপূর্ণ অর্জন ছিল ডা. দীপু মনির। আওয়ামী লীগ সরকারের ভাবমূর্তি উজ্জ্বল করায় এতে দেশ ছাড়িয়ে বহির্বিশ্বেও আলোচিত ব্যক্তিত্বে পরিণত হন তিনি।