ডা. প্রাণ গোপাল দত্তই পেলেন কুমিল্লার চান্দিনা আসনের মনোনয়ন

 

জাহাঙ্গীর আলম ইমরুল
অনেক জল্পনা-কল্পনার অবসান ঘটিয়ে অবশেষে অধ্যাপক ডা. প্রাণ গোপাল দত্তই কুমিল্লা-৭ আসনের চান্দিনা উপজেলার উপ-নির্বাচনে আওয়ামী লীগের মনোনয়ন পেয়েছেন।
আওয়ামী লীগের প্রবীণ নেতা জাতীয় সংসদ সদস্য অধ্যাপক আলী আশ্রাফের মৃত্যুতে শূন্য হওয়া কুমিল্লা-৭ আসনের উপ-নির্বাচনে আওয়ামী লীগের মনোনয়ন পেয়েছেন বঙ্গবন্ধু মেডিকেল বিশ্ববিদ্যালয়ের সাবেক ভিসি ডা. প্রাণ গোপাল দত্ত।
চান্দিনা আসনের আওয়ামী লীগের প্রার্থী হয়ে রাজধানীর বঙ্গবন্ধু এভিনিউ’র বাংলাদেশ আওয়ামী লীগ কেন্দ্রীয় কার্যালয় থেকে দলীয় মনোনয়ন পত্র সংগ্রহ করেন বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য ও কুমিল্লা উত্তর জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি মুক্তিযোদ্ধা অধ্যাপক ডা. প্রাণ গোপাল দত্ত। এছাড়া মরহুম অধ্যাপক আলী আশরাফের ছেলে চান্দিনা উপজেলা আওয়ামী লীগের সভাপতি মুনতাকিম আশরাফ টিটু, চান্দিনা উপজেলা কৃষক লীগের আইন বিষয়ক সম্পাদক অ্যাড. শাহজালাল মিঞা শিপন, উপজেলা যুবলীগ সাবেক সাধারণ সম্পাদক জাকির হোসেন আজাদ ও আওয়ামী লীগ নেত্রী নাজনীন আক্তার দলীয় মনোনয়ন পত্র সংগ্রহ করেন।
মনোনয়ন সংগ্রহকারীদের মাঝ থেকে যাচাই-বাছাই শেষে শনিবার (১১ সেপ্টেম্বর) ডা. প্রাণ গোপাল দত্তকে চান্দিনার নৌকার প্রার্থী হিসেবে ঘোষণা দেয় বাংলাদেশ আওয়ামী লীগ। এ বিষয়টি নিশ্চিত করেছেন আওয়ামী লীগের দপ্তর সম্পাদক বিপ্লব বড়ুয়া। যদিও চান্দিনা উপজেলা আওয়ামী লীগের পক্ষ থেকে মরহুম অধ্যাপক আলী আশরাফের ছেলে চান্দিনা উপজেলা আওয়ামী লীগের সভাপতি মুনতাকিম আশরাফ টিটুকেই দলীয় প্রার্থী হিসেবে সমর্থন দিয়ে কেন্দ্রে চিঠি পাঠানো হয়েছিলো।
উল্লেখ্য, গত ৩০ জুলাই চান্দিনা থেকে পাঁচবার নির্বাচিত সংসদ সদস্য মুক্তিযোদ্ধা অধ্যাপক মো. আলী আশরাফের মৃত্যুতে কুমিল্লা-৭ চান্দিনা সংসদীয় আসনটি শূন্য ঘোষণা করে নির্বাচন কমিশন। গত ২ সেপ্টেম্বর এ আসনের উপ-নির্বাচনের জন্য তফসিল ঘোষণা করে নির্বাচন কমিশন। আগামি ৭ অক্টোবর এ আসনে ভোটগ্রহণ অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।
১২ সেপ্টেম্বর, ২০২১।