ডিএন উবি’র শতবর্ষ উদযাপন ও প্রাক্তন ছাত্র পুনর্মিলনী উপলক্ষে সভা


স্টাফ রিপোর্টার
ডিএন উচ্চ বিদ্যালয়ের শতবর্ষ উদযাপন ও প্রাক্তন ছাত্রদের পুনর্মিলনী অনুষ্ঠান-২০২০ উপলক্ষে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। গত শুক্রবার বিকেল ৪টায় বিদ্যালয়ের হলরুমে মতবিনিময় সভায় সভাপতিত্ব করেন বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি ডা. এস এম শহীদ উল্যাহ।
সভায় বক্তব্য রাখেন ‘৬৩ ব্যাচের অজয় কুমার ভৌমিক, ডা. মুকিত সফিউল আজম, আলহাজ তাফাজ্জল হোসেন এসডু পাটওয়ারী, বিদ্যালয়ের উপদেষ্টা এম এ বারী, সিনিয়র শিক্ষক সুজিত চক্রবর্তী, ‘৯২ ব্যাচের শিক্ষার্থী ও দৈনিক চাঁদপুরজমিনের সম্পাদক ও প্রকাশক মো. রোকনুজ্জামান রোকন, ‘৭২ ব্যাচের তপন সরকার, নাজমুল পাটওয়ারী ও মাহফুজুর রহমান টুটুল।
বিদ্যালয়ের প্রাক্তন ছাত্র রাফিউস শাহাদাত ওয়াসিমের পরিচালনায় বক্তব্য রাখেন অ্যাড. আওলাদ, ‘৯৪ ব্যাচের অ্যাড. আতাউর রহমান পাটওয়ারী, এম কে মুন্না, সফিউদ্দিন বাবলু, শাকিল আহমেদ, নূর মো. এনার, খোরশেদ আলম বাহার, মানিক পোদ্দার, অ্যাড. বিশ্বজিৎ রানা, ‘৯১ ব্যাচের শিক্ষার্থী মো. হোসেন আহমেদ পেন্টু।
সভায় বক্তারা বলেন, চাঁদপুরের ঐতিহ্যবাহী বিদ্যালয়গুলোর মধ্যে ডিএন উচ্চ বিদ্যালয় একটি। আমাদের মূল উদ্দেশ্য হলো বিদ্যালয়ের শতবর্ষ উদযাপন ও প্রাক্তন ছাত্রদের পুনর্মিলনী। আমরা দলমত নির্বিশেষে এই বিদ্যালয়ের কার্যক্রম কে এগিয়ে নিতে চাই। প্রতিষ্ঠানটি আমাদের তাই সকলকে আগে ঐক্যবদ্ধ হতে হবে। আমরা যেন সকলে ঐক্যবদ্ধ হয়ে জাকজমকপূর্ণ ও সুন্দর একটি অনুষ্ঠানের আয়োজন করতে পারি সেই জন্য সকলের সহযোগিতা কামনা করছি।
তারা আরো বলেন, এই বিদ্যালয়ের শিক্ষার্থীরা দেশের বিভিন্ন স্থানে ছড়িয়ে ছিটিয়ে রয়েছে। তাদেরকে জানানোর দায়িত্ব আমাদের নিজের। নিজেরা যদি নিজেদের ব্যাচ ম্যাট বা বড়- ছোট ভাইদের সাথে বিদ্যালয়ের শতবর্ষ উদযাপন সম্পর্কে জানাই। তাহলে সবার অংশগ্রহণের মাধ্যমে মুখরিত হবে ডি. এন উচ্চ বিদ্যালয়, মুখরিত হবে চাঁদপুর। সফল হবে আমাদের পুনর্মিলনী।
এসময় বিদ্যালয়ের প্রায় ৮০জন শিক্ষার্থী উপস্থিত ছিলেন। আগামি ৩০ সেপ্টেম্বর বিকেল ৪টায় শহরের রসুইঘর চাইনিজ এন্ড রেস্টুরেন্টে পরবর্তী সভা অনুষ্ঠিত হবে।

১৯ সেপ্টেম্বর, ২০১৯।