ডিবি পুলিশের অভিযানে চাঁদপুরে দেশীয় আগ্নেয়াস্ত্র ও গুলিসহ আটক ২

স্টাফ রিপোর্টার :
চাঁদপুর জেলা ডিবি পুলিশের অভিযানে দেশীয় তৈরি আগ্নেয়াস্ত্র ও গুলিসহ ২ যুবককে আটক করা হয়েছে। গতকাল বৃহস্পতিবার দুপুর ২টার দিকে জেলা ডিবি পুলিশের ইনচার্জ আলমগীর হোসেন মজুমদারের নেতৃত্বে এসআই আহসানুজ্জামান লাবু আশিকাটি ইউনিয়নের বিসিক শিল্প নগরী এলাকায় অভিযান চালিয়ে মতলব উত্তর উপজেলা বরুরকান্দি গ্রামের সরকার বাড়ির নিলিখ সরকারের ছেলে শাওন সরকার বিজয় (২৪) কে আটক করা হয়।
তাকে জিজ্ঞাসাবাদ করলে জানায়, দেশী তৈরি আগ্নেয়াস্ত্র (এলজি) ও নীল রঙের দুই রাউন্ড গুলি তার বন্ধু মতলব উত্তর উপজেলার দেওয়ানজী কান্দি গ্রামের মৃত ইয়াছিন বেপারীর ছেলে পারভেজ বেপারী লতিফ (৩৫) এর কাছে রয়েছে। পরবর্তীতে জেলা ডিবি পুলিশ বিজয়কে নিয়ে পারবেভজ বেপারী লতিফের ভাড়া বাসা শহরের নতুন বাজার এলাকার উকিল পাড়ায় অভিযান চালায় এসময় একটি বাজারের ব্যাগের মধ্যে পুরণো কাপড়ে মোরানো অবস্থায় দেশীয় তৈরি আগ্নেয়াস্ত্র (এলজি) ও দুই রাউন্ড কার্তুজ গুলি উদ্ধার করা হয়। একই সাথে পারভেজ প্রকাশ লতিফকে বিকেল পৌনে ৩টায় আটক করা হয়। আটক আসামিদের বিরুদ্ধে চাঁদপুর মডেল থানায় মামলা দায়ের করা হয়েছে।