ড্যাফোডিল পরিবারের ব্র্যান্ডিং এওয়ার্ড ২০২০ অর্জন


প্রেস বিজ্ঞপ্তি
ব্র্যান্ডিংয়ের মাধ্যমে বাংলাদেশকে বিশ্বসভায় তুল ধরতে অসামান্য অবদানের জন্য সেন্টার ফর নন রেসিডেন্ট বাংলাদেশী কর্তৃক ড্যাফোডিল পরিবার ‘ব্র্যান্ডিং এওয়ার্ড ২০২০’ অর্জন করেছে। ড্যাফোডিল পরিবারের প্রধান নির্বাহী মোহাম্মদ নুরুজ্জামান ব্র্যান্ডিং এওয়ার্ড গ্রহণ করেন।
গত শনিবার রাজধানীর প্যান প্যাসিফিক সোনারগাঁও হোটেলে অনুষ্ঠিত ‘সীমানা ছাড়িয়ে বাংলাদেশের ব্র্যান্ডিং’ শিরোনামে ওয়ার্ল্ড কনফারেন্স সিরিজি ২০২০ এর উদ্বোধনী অনুষ্ঠানে পররাষ্ট্রমন্ত্রী ড. এম এ কে আবুল মোমেন, প্রধানমন্ত্রী মহোদয়ের অর্থনৈতিক উপদেষ্টা ড. মশিউর রহমান, বাংলাদেশ নিযুক্ত জাপানের রাষ্ট্রদূক আইটিও নাওকী এবং প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়ের সচিব মো. সেলিম রেজা মহোদয়ের উপস্থিতিতে ড্যাফোডিল পরিবারকে এ সম্মাননা প্রদান করা হয়।