ঢাকাস্থ চাঁদপুর আইনজীবী কল্যাণ সমিতির কমিটি গঠন

সভাপতি জেসমিন, সম্পাদক আহসান

স্টাফ রিপোর্টার
ঢাকাস্থ চাঁদপুর আইনজীবী কল্যাণ সমিতির বার্ষিক সাধারন সভা গত শনিবার পুরানা পল্টন হোটেল ওয়েস্টিনে অনুষ্ঠিত হয়েছে। সভায় বাংলাদেশ সুপ্রীম কোর্টের আইনজীবী জেসমিন সুলতানাকে দ্বিতীয়বারের মতো সভাপতি এবং অ্যাড. মো. আহসান উল্লাহকে সেক্রেটারী হিসাবে ঘোষণা করেন ৯ সদস্য বিশিষ্ট নির্বাচন পরিচালনা কমিটির আহ্বায়ক অ্যাড. আবু সাঈদ সাগর।
নির্বাচন পরিচালনা কমিটিতে ছিলেন বাংলাদেশ সুপ্রীম কোর্টের বিচারপতি একেএম জাহিদ সরোয়ার কাজল, সিনিয়র আইনজীবী এবিরায় চৌধুরী, সিনিয়র আইনজীবী একেএম ফয়েজ, অ্যাড. কাইয়ুম চৌধুরী, অ্যাড. আব্বাস উদ্দীন, অ্যাড. শাহজাহান, অ্যাড. বোরহান উদ্দীন, অ্যাড. আব্দুল কাদের প্রমুখ।
ঢাকায় প্রাকটিসরত প্রায় ৩শ’ আইনজীবীর উপস্থিতিতে কমিটি ঘোষণা করা হয়।
ঢাকাস্থ চাঁদপুর জেলা আইনজীবী কল্যাণ সমিতির নবনির্বাচিত সভাপতি অ্যাড. জেসমিন সুলতানা এবং সাধারণ সম্পাদক অ্যাড. আহসান উল্লাহ সব সদস্যকে ধন্যবাদ ও কৃতজ্ঞতা প্রকাশ করেন।

০৬ ডিসেম্বর, ২০২১।