
ডিজিটাল যুগে তথ্য প্রাপ্তির বিষয়ে পিছিয়ে থাকার সুযোগ নেই
……অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব)
স্টাফ রিপোর্টার
আন্তর্জাতিক তথ্য অধিকার দিবস ২০১৯ সফল ভাবে উদযাপন উপলক্ষে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল সকাল ১১টায় জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে সভায় সভাপতিত্ব করেন অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) মো. জামাল হোসেন।
তিনি তাঁর বক্তব্যে বলেন, এবারের মেলার উদ্দেশ্যই হলো জনগণকে তাদের তথ্য অধিকার সম্পর্কে সঠিক ধারণা দেওয়া ও সচেতন করে তোলা। দেশের প্রত্যেক নাগরিকের তাদের সঠিক তথ্য জানার অধিকার রয়েছে। আমরা যদি জনসাধারণকে তাদের এই নাগরিক অধিকার সম্পর্কে সচেতন করে তুলতে পারি, তবেই সমাজের সকল ক্ষেত্রেই সচ্ছতা, জবাবদিহিতা ও দায়বদ্ধতার সৃষ্টি হবে। কোন মানুষ যদি তার সঠিক নাগরিক অধিকার সম্পর্কে না জানে, তবে সে প্রতিটি সেক্টরে সেবা গ্রহণ করতে গেলে প্রতারিত হবার সুযোগ সৃষ্টি হবে। বর্তমান এই ডিজিটাল যুগে কেউ সঠিক তথ্য প্রাপ্তি থেকে পিছিয়ে থাকার কোন সুযোগ নেই। বর্তমান সরকার নাগরিকদের তথ্য অধিকার নিশ্চিত করার জন্যে বিভিন্নভাবে কাজ করে যাচ্ছে। জনগণকে তাদের এই অধিকার প্রাপ্তির ব্যাপারে আরোও বেশি সচেতন ও সম্পৃক্ত করতে পারলেই এই দিবসের যথাযথ মূল্যায়ন করা হবে।
সভায় বেশ কিছু সিদ্ধান্ত গ্রহণ করা হয়। আগামি ২৮ বা ২৯ সেপ্টেম্বরে সুবিধাজনক সময়ে অন্তর্জাতিক তথ্য অধিকার দিবস উদযাপন করা হবে। দিবসটি সফল করার লক্ষ্যে র্যালি, মাইকিং, লিফলেট বিতরণ ও স্থানীয় সব প্রচার মাধ্যমে প্রচার করা হবে বলে সভায় গৃহীত হয়। এছাড়া এই দিবসটি সফলভাবে উদযাপন নিশ্চিত করতে বিভিন্ন প্রতিষ্ঠান ও স্কুল কলেজের ছাত্র-ছাত্রীদের অংশগ্রহণ করা হবে।
সভায় আরো বক্তব্য রাখেন অতিরিক্ত পুলিশ সুপার (হেডকোয়ার্টার) মো. আসাদুজ্জামান, এনডিসি মো. মাহবুবুর রহমান, চাঁদপুর প্রেসক্লাবের সহ-সভাপতি সোহেল রুশদী প্রমুখ।
এসময় উপস্থিতি ছিলেন জেলা তথ্য অফিসার মোহাম্মদ নুরুল হক, যুব উন্নয়ন অধিদপ্তরের উপ-পরিচালক মো. শামসুজ্জামান, জেলা প্রাণিসম্পদ কর্মকর্তা মো. বখতিয়ার উদ্দিন, টিআইবির এরিয়া ম্যানেজার মো. মাসুদ রানা, জেলা ব্র্যাক প্রতিনিধি মো. জিয়াউর রহমান, সহকারী জেলা প্রাথমিক শিক্ষা অফিসার মো. শাহিনুল ইসলাম, ডা. পীযূষ কান্তি বড়ুয়াসহ বিভিন্ন কর্মকর্তা।
২৫ সেপ্টেম্বর, ২০১৯।