তরপুরচন্ডীতে জেলেদের মাঝে চাল বিতরণ করলেন শিক্ষামন্ত্রী

জাটকা রক্ষা কার্যক্রমের অংশ হিসেবে


এস এম সোহেল
জাতীয় মাছ ইলিশ সংরক্ষণে সরকারের জাটকা রক্ষা কর্মসূচির অংশ হিসেবে চাঁদপুর সদর উপজেলার তরপুরচন্ডী ইউনিয়নে জেলেদের মাঝে চাল বিতরণ কার্যক্রমের উদ্বোধন করা হয়েছে। গতকাল মঙ্গলবার সন্ধ্যা ৭টায় শহরের জেএম সেনগুপ্ত রোডস্থ ডা. দীপু মনির বাসভবনে জেলেদের মাঝে চাল বিতরণের মধ্য দিয়ে কার্যক্রমের উদ্বোধন করেন শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি এমপি।
এসময় শিক্ষামন্ত্রী বলেন, জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সুযোগ্য কন্যা শেখ হাসিনার নেতৃত্বে দেশ দ্রুতগতিতে এগিয়ে যাচ্ছে। রাজনীতিক সিদ্ধান্ত ছাড়া কিছুই হয় না। আমাদের খাওয়া-পরা থেকে শুরু করে সকল কিছুতেই রাজনীতিক সিদ্ধান্তে হয়ে থাকে। তেমনি আওয়ামী লীগ সরকারের সঠিক সিদ্ধান্তের কারণে আজ আপনারা ২০ কেজির স্থলে ৪০ কেজি করে চাল পাচ্ছেন।
চাল বিতরণকালে উপস্থিত ছিলেন জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি ডা. জে আর ওয়াদুদ টিপু, চাঁদপুর প্রেসক্লাবের সভাপতি শহীদ পটোয়ারী, সাধারণ সম্পাদক লক্ষ্মণ চন্দ্র সূত্রধর, সদর উপজেলার নির্বাহী কর্মকর্তা কানিজ ফাতেমা, ইউপি চেয়ারম্যান ইমাম হাসান রাসেল গাজী, সদর উপজেলা আওয়ামী লীগের সভাপতি নুরুল ইসলাম নাজিম দেওয়ান, সাধারণ সম্পাদক আলী এরশাদ মিয়াজী, সাংগঠনিক সম্পাদক আইয়ুব আলী বেপারী, রাজরাজেশ্বর ইউপি চেয়ারম্যান হাজি হযরত আলী বেপারী, রামপুর ইউপি চেয়ারম্যান আল মামুন পাটওয়ারীসহ তরপুরচন্ডী ইউনিয়ন পরিষদের সব মেম্বাররা।
উল্লেখ্য, জাতীয় মাছ ইলিশ সংরক্ষণে সরকারের জাটকা রক্ষা কর্মসূচির অংশ হিসেবে চাঁদপুর সদর উপজেলার তরপুরচন্ডী ইউনিয়নে ১১শ’ ১৩ জন জেলেদের মাঝে ৪০ কেজি করে চাল বিতরণ করা হবে। গতকাল মঙ্গলবার সন্ধ্যায় জেলেদের মাঝে চাল বিতরণের মধ্য দিয়ে কার্যক্রমের উদ্বোধন করেন শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি এমপি।