তরপুরচন্ডীতে মসজিদ উদ্বোধন ও কাজী মাহবুবের জন্য দোয়া

স্টাফ রিপোর্টার
চাঁদপুর সদর উপজেলার তরপুরচন্ডী ইউনিয়নে ইসামিয়া তাফাজ্জল কাজী জাফিজিয়া মাদরাসা মসজিদ উদ্বোধন ও মরহুম কাজী মাহবুবুর রহমানের রুহের মাগফেরাত কামনায় দোয়া অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (১৩ নভেম্বর) মসজিদের প্রথম জুমার নামাজ আদায় শেষে সংক্ষিপ্ত বক্তব্য রাখেন চাঁদপুর পৌরসভার মেয়র ও জেলা আওয়ামী লীগের শিক্ষা ও মানবসম্পদ বিষয়ক সম্পাদক অ্যাড. জিল্লুর রহমান জুয়েল। দোয়া পরিচালনা করেন মাও. মোহাম্মদ উল্যাহ খান।
এসময় উপস্থিতি ছিলেন শাইখুল হাদিস আল্লামা মুফতি কুতুব উদ্দিন, মসজিদের খতিব মাও. ওমর ফারুক, মাদ্রাসার অধ্যক্ষ মাও. আবুল কাশেম, জেলা বিএনপির যুগ্ম-আহ্বায়ক দেওয়ান মো. সফিকুজ্জামান, খলিলুর রহমান গাজী, জেলা স্বেচ্ছাসেবক লীগের আহ্বায়ক এস এম জয়নাল আবেদীন, সদর উপজেলা যুবলীগের আহ্বায়ক অ্যাড. হুমায়ুন কবির সুমন, পৌরসভার কাউন্সিলর মো. সোহেল রানা, অ্যাড. কবির চৌধুরী, কাজী জাহাঙ্গীর আলম মিন্টু, কাজী হুমায়ুন কবির, পৌর কমিনিউটি পুলিশিং সভাপতি শেখ মনির হোসেন বাবুল, সাধারণ সম্পাদক রোটা. জামাল হোসেন, লায়ন্স জেলা ৩১৫ বি-৩ এর কেবিনেট ট্রেজারার লায়ন সাকী কাউছার, লায়ন্স ক্লাব অব চাঁদপুর রুপালী সভাপতি লায়ন জিকরুল আহসান, লায়ন জাকির হোসেন, লায়ন মাহমুদ হাসান খান, লায়ন খোরশেদ আলম বাবুল, লায়ন মিজানুর রহমানসহ আরো অনেকে।
১৫ নভেম্বর, ২০২০।