তরপুরচন্ডী ইউপি চেয়ারম্যান রাসেল গাজীর মায়ের কুলখানি অনুষ্ঠিত

শিক্ষামন্ত্রী ডা. দীপু মনির অংশগ্রহণ

স্টাফ রিপোর্টার
চাঁদপুর সদর উপজেলার তরপুরচন্ডী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি ইমাম হাসান রাসেল গাজীর মা মরহুমা উম্মে হানি বেগমের কুলখানি অনুষ্ঠিত হয়েছে। গত শুক্রবার বাদ জুমা তেতুলতলা বায়তুল মোকারম জামে মসজিদের মিলাদ ও দোয়া অনুষ্ঠিত হয়। মিলাদ ও দোয়া পরিচালনা করেন মসজিদের খতিব মাও. হাফিজুর রহমান বিপ্লবী। পরে মরহুমার কবর জিয়ারত ও দোয়া করা হয়।
কুলখানি অনুষ্ঠানে উপস্থিত ছিলেন শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি এমপি, জেলা আওয়ামী লীগের সভাপতি ও পৌর মেয়র নাছির উদ্দিন আহমেদ, সাধারণ সম্পাদক আবু নঈম পাটওয়ারী দুলাল ও সহ-সভাপতি ডা. জে আর ওয়াদুদ টিপু।
এসময় আরো উপস্থিত ছিলেন গাছতলা দরবার শরীফের পীর আলহাজ মাও. খাজা ওয়ালী উল্লাহ, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা কানিজ ফাতেমা, জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক তাফাজ্জল হোসেন এসডু পাটওয়ারী, শিক্ষা ও মানবসম্পদ বিষয়ক সম্পাদক অ্যাড. জিল্লুর রজমান জুয়েল, সদস্য সাজেদা কাকন, চাঁদপুর সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান নুরুল ইসলাম নাজিম দেওয়ান, ফরিদগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান অ্যাড. জাহিদুল ইসলাম রোমান, চাঁদপুর সদর উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মো. আইয়ুব আলী বেপারী, মহিলা ভাইস চেয়ারম্যান আবিদা সুলতানা, জেলা সংবাদপত্র সম্পাদক পরিষদের সভাপতি ও মরহুমার জামাতা মো. আব্দুর রহমান, পৌর আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক আমিনুর রহমান বাবুল, সদর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আলী এরশাদ মিয়াজী, যুগ্ম-সাধারণ সম্পাদক আব্দুল আজিজ খান বাদল, জেলা আইনজীবী সমিতির সাবেক সাধারণ সম্পাদক অ্যাড. আব্দুল্লাহ আল মামুন, জেলা যুবলীগের যুগ্ম-আহ্বায়ক মাহফুজুর রহমান টুটুল, কেন্দ্রিয় ছাত্রলীগের উপ-শিক্ষা ও পাঠচক্র বিষয়ক সম্পাদক আনোয়ার হোসেন জীবন, চাঁদপুর পৌরসভার নারী কাউন্সিলর ফরিদা ইলিয়াছ, পৌর যুবলীগের আহ্বায়ক আব্দুল মালেক শেখ, যুগ্ম-আহ্বায়ক সফিকুল ইসলাম, সদর উপজেলা যুবলীগের আহ্বায়ক হুমায়ুন কবির সুমন, জেলা ছাত্রলীগের সভাপতি আতাউর রহমান পারভেজ, সিনিয়র সহ-সভাপতি তৌহিদুল ইসলাম মিলন, তরপুরচন্ডী ইউপির সাবেক চেয়ারম্যান সরদার রফিকুল ইসলাম, তেতুলতলা বায়তুল মোকারম জামে মসজিদ পরিচালনা কমিটির সভাপতি আবুল কাশেম, সাধারণ সম্পাদক মো. মাইনুদ্দিনসহ বিভিন্ন রাজনৈতিক, সামাজিক ও গণ্যমান্য ব্যক্তিবর্গ।
চাঁদপুর সদর উপজেলার বিভিন্ন ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানদের মধ্যে উপস্থিত ছিলেন বাগাদী ইউপি চেয়ারম্যান আলহাজ বেলায়েত হোসেন বিল্লাল, রাজরাজেশ্বর ইউপি চেয়ারম্যান হাজি হযরত আলী বেপারী, রামপুর ইউপি চেয়ারম্যান আল মামুন পাটওয়ারী, হানারচর ইউপি চেয়ারম্যান হাজি আব্দুস ছাত্তার রাঢ়ী, আশিকাটি ইউপি চেয়ারম্যান বিল্লাল হোসেন মাস্টার, বিষ্ণুপুর ইউপি চেয়ারম্যান নাছির উদ্দিন খান শামীম, কল্যাণপুর ইউপি চেয়ারম্যান শাখাওয়াত হোসেন রনি পাটওয়ারী, বালিয়া ইউপি চেয়ারম্যান তাজুল ইসলাম মিয়াজী, চান্দ্রা ইউপি চেয়ারম্যান খান জাহান আলী কালু পাটওয়ারী প্রমুখ।
উল্লেখ্য, ইমাম হাসান রাসেল গাজীর মা মরহুমা উম্মে হানি বেগম গত ২৯ এপ্রিল রাত ১টা ১০ মিনিটের সময় তার তৃতীয় ছেলে মো. ইমাম হোসেনের বাসায় ইন্তেকাল করেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিলো ৮৫ বছর। তিনি ৫ ছেলে, ৬ মেয়ে, নাতি-নাতনীসহ বহু আত্মীয়-স্বজন রেখে যান। পরদিন ৩০ এপ্রিল বাদ জোহর তরপুরচন্ডী ইউনিয়নের তেঁতুলতলা গ্রামের নিজ বাড়িতে জানাযা শেষে মরহুমাকে পারিবারিক কবরস্থানে দাফন করা হয়।