এস এম সোহেল
গতকাল মঙ্গলবার চাঁদপুরে তাপমাত্রা ছিল ৩৬ দশমিক ৪ ডিগ্রি সেলসিয়াস। প্রচ- এই তাপদাহের কবলে মানুষ অতিষ্ঠ হয়ে পড়েছে। গরমে নাজেহাল হওয়া মানুষ জানিয়েছেন, ঘরে বাইরে কোথাও শান্তি নেই। বাইরে বের হলে মনে হয়েছে রাস্তা থেকে ওঠা গরম তাপে যেন শরীর পুড়ছে। চারিদিকে যেন তাপের হাওয়া বইছে। ঘরে ফ্যানের বাতাসও গরম অনুভূত হয়েছে। শরীর ঘর্মাক্ত হচ্ছে। বিকেলের পর থেকে হালকা বাতাস হলেও তাপমাত্রা কমেনি। বাতাসের আর্দ্রতা বেশি থাকায় বেশি চাঁদপুরে গরম অনুভূত হচ্ছে। তাপদাহ অব্যাহত থাকতে পারে। একান্ত প্রয়োজন ছাড়া মানুষ ঘর থেকে বাইরে বের হয়নি।
চাঁদপুর শহরে ঈদের কেনাকাটা করতে আসা মিশলা ইয়াসমিন মুনিয়া নামে এক নারী জানান, এই গরমে পথচলা বড় দায়। নিজেদের কিছু কেনাকাটা করতে হকার্স মার্কেটে এসেছি। চেষ্টা করছি তাড়াতাড়ি প্রয়োজন মিটিয়ে বাড়ি ফিরে যাওয়ার। প্রচ- এই গরমে ঘরে বাইরে কোথাও শান্তি নেই।
শহরের প্রাণকেন্দ্রে বাইতুল আমিন রেলওয়ে জামে মসজিদে নামাজ আদায় করতে আসা এক যুবক জানান, মসজিদে এসি চলছে, তারপরও যেন গরম বাতাস গা ছুঁয়ে যাচ্ছে। তাপদাহের কারণে রোজাদাররা রীতিমতো হাপিয়ে উঠছেন। সামান্য শান্তির জন্য মানুষ ছায়া ও শীতল পরিবেশ খুঁজছেন।
সুলতান ও গফুর আলী নামে দুই রিক্সাচালক বলেন, গরমে মনে হচ্ছে মাথা ঘুরে পড়ে গেলাম। বৃষ্টি হলে মানুষ শান্তি পেতো। এতো গরমে কাজ কর্ম করা যেন অসম্ভব মনে হচ্ছে। তারপরও অভাবের সংসার। আবার সামনে ঈদ। তাই বাধ্য হয়ে রিক্সা নিয়ে রাস্তায় নেমেছি।
চাঁদপুর আবহাওয়া অফিসের কর্মকর্তা শাহ্ মুহাম্মদ শোয়েব জানান, এখন গরমের মৌসুম। হাঠাৎ করে দমকা হাওয়া অথবা বৃষ্টি হয়ে থেমে যেতে পারে, কিন্তু গরমের তাপ আগের মতো থাকবে। তাছাড়া লঘুচাপ চলছে। যত গরম পড়বে তত লঘুচাপ নি¤œচাপে পরিণত হবে। পশ্চিমবঙ্গ ও বাংলাদেশের দক্ষিণ-পশ্চিম অঞ্চল হয়ে বঙ্গপোসাগর বিস্তৃত হয়ে নি¤œচাপে পরিণত হতে পারে। মে মাসের শেষ দিকে ২৮ মে থেকে-৩ জুনের মধ্যে ঘূর্ণিঝড় ‘বায়ু’ প্রবাহের সম্ভবনা রয়েছে। সে সময় বৃষ্টি এবং মাঝারি ধরনের ঝড় হতে পারে।
তিনি আরো জানান, গতকাল মঙ্গলবার চাঁদপুরে সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩৬ দশমিক ৪ ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনি¤œ তাপমাত্রা ছিলো ২৭ দশমিক ৩ ডিগ্রি সেলসিয়াস। বাতাসের আর্দ্র্যতা ২৪ ঘণ্টায় ছিলো ৫৮ দশমিক ৮৫ কেটিএস। প্রতি ঘণ্টায় সূর্য কিরণের তাপ ছিলো ৭ দশমিক ৩৫। জলীয় বাষ্প ২৪ ঘণ্টায় ছিলো ৬ দশমিক ৮২ মিলিমিটার।
- Home
- প্রথম পাতা
- তীব্র তাপদাহে পুড়ছে চাঁদপুরবাসী