ত্রাণসচিব শাহ্ কামালের বাবার দাফন সম্পন্ন


মোহাম্মদ হাবীব উল্যাহ্
দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের সিনিয়র সচিব ড. মো. শাহ্ কামালের বাবা প্রাক্তন শিক্ষক মুজহারুল হকের দাফন সম্পন্ন হয়েছে। গতকাল শনিবার সকালে কাপাইকাপ সরকারি প্রাথমিক বিদ্যালয়ে মাঠে মরহুমের জানাযা শেষে পারিবারিক কবরস্থানে দাফন করা হয়।
মরহুমের জানাযায় অংশ নেন চাঁদপুর-২ আসনের সংসদ সদস্য নুরুল আমিন রুহুল, দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের সিনিয়র সচিব ড. মো. শাহ্ কামাল, যুগ্ম-সচিব এটিএম কামরুল ইসলাম তাং, আবদুল কাদের, জেলা প্রশাসক মো. মাজেদুর রহমান খান, চাঁদপুর জেলা আওয়ামী লীগের সভাপতি ও পৌর মেয়র নাছির উদ্দিন আহমেদ, সাধারণ সম্পাদক আবু নঈম পাটওয়ারী দুলাল, উপ-সচিব সাব্বির আহমেদ, হাজীগঞ্জ উপজেলা চেয়ারম্যান গাজী মাইনুদ্দীন, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) জিয়াউল ইসলাম চৌধুরী, অন্যান্য সরকারি কর্মকর্তা, বিভিন্ন কলেজের শিক্ষক, বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ, এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ, মরহুমের নিকটাত্মীয়-স্বজনসহ সর্বস্তরের জনসাধারণ।
উল্লেখ্য, মুজহারুল হক শুক্রবার সন্ধ্যায় বার্ধক্যজনিত রোগে ঢাকায় একটি প্রাইভেট হাসপাতালে ইন্তেকাল করেছেন (ইন্নালিল্লাহি……………রাজিউন)। মৃত্যুকালে তার বয়স হয়েছিলো প্রায় ৮৬ বছর। তিনি স্ত্রী, ৩ ছেলে ও ৪ মেয়েসহ অসংখ্য গুণগ্রাহী রেখে যান।

২২ সেপ্টেম্বর, ২০১৯।