দুর্নীতি দমন কমিশনের নানুপুর উবিতে শিক্ষা উপকরণ বিতরণ ও মতবিনিময়


প্রেস বিজ্ঞপ্তি :
চাঁদপুর জেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির উদ্যোগে গতকাল মঙ্গলবার সদর উপজেলার নানুপুর উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থীদের মাঝে খাতা ও স্কেল বিতরণ এবং বিদ্যালয়ের শিক্ষার্থী, শিক্ষকমন্ডলী ও অভিভাবকদের সাথে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোহাম্মদ শওকত ওসমান। অনুষ্ঠানে প্রধান অতিথি দুর্নীতি বিরোধী কার্যক্রম, বাল্য বিবাহ ও মাদকের বিরুদ্ধে জোড়ালো বক্তব্য রাখেন।
তিনি বলেন, দুর্নীতিকে না বলার পাশাপাশি বাল্য বিবাহ ও মাদককেও চিরতরে বিদায় করতে হবে। তাহলেই আমরা জাতি হিসেবে উন্নত হতে পারবো। আজ আমরা এসেছি দুর্নীতি দমন কমিশনের দুর্নীতি বিরোধী কার্যক্রমে কোমলমতী শিক্ষার্থীদের শিক্ষা উপকরণের মাধ্যমে একটি বার্তাই পৌঁছে দিতে তারা যাতে দুর্নীতিকে ঘৃনা করে সুশিক্ষা গ্রহণ করে সত্যিকারের মানুষ হয়ে দেশ ও দশের সেবা করতে পারে। দুর্নীতি বিরোধী গণসচেতনামূলক শিক্ষা উপকরণ বিতরণ হল আজকের কোমলমতি শিক্ষার্থীদের জন্য একটি প্রতীকি উপহার। সেই লক্ষ্যে এখন থেকেই নিজের পরিবারে, বাইরে এবং শিক্ষা প্রতিষ্ঠানে দুর্নীতির বিরুদ্ধে সোচ্চার হয়ে দুর্নীতিকে রুখতে হবে।
বিদ্যালয়ের প্রধান শিক্ষক ইমাম হোসেনের সভাপতিত্বে বিশেষ অতিথির বক্তব্য জেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি ড. কাজী হাসেম।
বক্তারা বাল্যবিবাহ, মাদক ও দুর্নীতিকে সর্বাবস্থায় না বলতে ও এর বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তুলতে শিক্ষার্থীদের উদ্বুদ্ধ করেন। তাহলেই দুর্র্নীতিমুক্ত, বাল্যবিবাহমুক্ত ও মাদকমুক্ত সমাজ ও সোনার বাংলা প্রতিষ্ঠা করা সম্ভব হবে।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সদস্য মো. খায়রুল আহ্ছান সুফিয়ান, বিদ্যালয়ের দাতা সদস্য, শিক্ষকম-লী ও অভিভাবকবৃন্দ।