দেশজ জাতীয় পান্ডুলিপি পুরস্কার পেলেন কবি সৌম্য সালেক ও মুহাম্মদ ফরিদ হাসান

সৌম্য সালেক ও মুহাম্মদ ফরিদ হাসান। -ইল্শেপাড়

স্টাফ রিপোর্টার :
দেশজ জাতীয় পা-ুলিপি পুরস্কার-২০১৭ পেলেন কবি সৌম্য সালেক ও মুহাম্মদ ফরিদ হাসান। গত মঙ্গলবার সন্ধ্যায় দেশজ প্রকাশন এ পুরস্কার ঘোষণা করে। এ প্রতিযোগিতায় কবিতা, গল্প, উপন্যাস ও গবেষণা প্রবন্ধ শাখায় সারাদেশের ১৭ জন লেখকের পা-ুলিপিকে বিভিন্ন ক্যাটাগরিতে পুরস্কৃত করা হয়। এরমধ্যে কবি সৌম্য সালেকের পা-ুলিপি ‘ঊষা ও গামিনি’ কবিতা শাখায় ১ম স্থান লাভ করে। এ পুরস্কারের মূল্যমান ৩০ হাজার টাকা। গবেষণা প্রবন্ধ শাখায় মুহাম্মদ ফরিদ হাসানের পা-ুলিপি ‘সাহিত্য অনুষঙ্গ ও বিবিধ প্রবন্ধ’ ২য় স্থান লাভ করে। পুরস্কারের মূল্যমান ২৫ হাজার টাকা।
দেশজ প্রকাশন পুরস্কৃত পা-ুলিপিগুলোকে আগামি বইমেলায় গ্রন্থাকারে প্রকাশ করবে। এছাড়াও লেখকদের ক্রেস্ট ও সনদ প্রদান করবে।
তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় কবি সৌম্য সালেক বলেন, পুরস্কার পাওয়া আনন্দের বিষয়। ভালো লাগছে। তিনি যাতে আগামীতে ভালোভাবে লেখালেখি অব্যাহত রাখতে পারেনÑসেজন্যে সবার কাছে দোয়া কামনা করেন।
মুহাম্মদ ফরিদ হাসান বলেন, আমি আনন্দিত। আমার লেখাকে দেশজ প্রকাশন মূল্যায়ন করেছেÑসেজন্যে তাদেরকে ধন্যবাদ জানাই।
উল্লেখ্য, কবি সৌম্য সালেক পেশাগত জীবনে চাঁদপুর জেলা কালচারাল অফিসার হিসেবে কর্মরত আছেন। তিনি দীর্ঘদিন লিটলম্যাগ ‘চাষারু’ সম্পাদনা করে আসছেন। মুহাম্মদ ফরিদ হাসান দৈনিক চাঁদপুর কণ্ঠের বিভাগীয় সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করছেন। তিনি সাহিত্যপত্র ‘মৃত্তিকা’ ও গল্পের কাগজ ‘বাঁক’ সম্পাদনা করেন। লেখালেখির জন্য তিনি চাঁদপুর সাহিত্য একাডেমী পুরস্কার-২০১৪ লাভ করেন।