দেশের সব সফল অর্জন আ.লীগের হাত ধরে

মোহনপুরে আ.লীগ ও সহযোগী সংগঠনের কার্যালয় উদ্বোধনকালে ত্রাণমন্ত্রী মায়া

মতলব উত্তর ব্যুরো
মতলব উত্তর উপজেলার মোহনপুর ইউনিয়ন আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের কার্যালয় উদ্বোধন করেন দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণমন্ত্রী মোফাজ্জল হোসেন চৌধুরী মায়া বীরবিক্রম এমপি।
উপজেলার দশানী মোহনপুর উচ্চ বিদ্যালয় সংলগ্ন স্থানে ইউনিয়ন আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের কার্যালয়ের পাকা ভবনে গতকাল শনিবার দুপুরে মিলাদ ও দোয়া অনুষ্ঠিত হয়। এ সময় নেতাকর্মীদের উদ্দেশ্যে দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণমন্ত্রী মোফাজ্জল হোসেন চৌধুরী মায়া বীরবিক্রম এমপি বলেন, দেশের সব সফল অর্জন আওয়ামী লীগের হাত ধরে এসেছে। দেশের প্রাচীন ও ঐতিহাসিক দল আওয়ামী লীগ। জাতির জনক বঙ্গবন্ধুু শেখ মুজিবুর রহমান ও বর্তমান সফল।
মন্ত্রী বলেন, আওয়ামী লীগ দেশকে উন্নয়নের মহাসড়কে তুলে দিয়েছে। উন্নয়নের প্রতিটি খাত; শিক্ষা, সামাজিক, অর্থনৈতিক উন্নয়ন, অবকাঠামো উন্নয়ন করে বিজ্ঞান ও প্রযুক্তির প্রসার, পরিবেশ সংরক্ষণে আজ বিশ্ব ধরিত্রীর মুকুট প্রধানমন্ত্রীর মাথায়। প্রধানমন্ত্রীর নেতৃৃত্বে দেশ আজ মধ্যম আয়ে পরিণত হয়েছে।
মায়া চৌধুরী মোহনপুর ইউনিয়নের বিভিন্ন উন্নয়ন কর্মকা- তুলে ধরে বলেন, সাইক্লোন সেন্টার, অর্থনৈতিক অঞ্চল, মা ও শিশু হাসপাতাল, নৌ-পুলিশ ফাঁড়ি, সাব-রেজিস্ট্রি অফিসসহ বিভিন্ন উন্নয়ন প্রকল্প বাস্তবায়ন করা হচ্ছে। এ নির্বাচনে বিজয়ী হলে মোহনপুর ইউনিয়নকে আধুনিক ও সমৃদ্ধশালী ইউনিয়নে রূপান্তরিত করার কথা বলেন। নেতাকর্মীদের আগের সব নির্বাচনের মতো নৌকার পক্ষে থেকে কাজ করার আহ্বান জানান মন্ত্রী।
ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি আবদুল হাই প্রধানের সভাপতিত্বে ও উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক জাহাঙ্গীর আলম হাওলাদারের পরিচালনায় উদ্বোধনী অনুষ্ঠানে বক্তব্য রাখেন উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক কাজী শরীফ।
এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন মোহনপুর ইউপি’র স্বর্ণপদকপ্রাপ্ত চেয়ারম্যান সামছুল হক চৌধুরী বাবুল, উপজেলা আওয়ামী লীগ নেতা কাজী মিজানুর রহমান, ফরাজীকান্দি ইউপি চেয়ারম্যান দেলোয়ার হোসেন দানেশ, কলাকান্দা ইউপি চেয়ারম্যান ছোবহান সরকার সুভাসহ মোহনপুর ইউনিয়ন আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।