দৈনিক ইলশেপাড়ে চাঁদপুর অনলাইন সাংবাদিক ফোরামের ফুলেল শুভেচ্ছা


স্টাফ রিপোর্টার
চাঁদপুর অনলাইন সাংবাদিক ফোরাম থেকে দৈনিক ইলশেপাড়ের প্রধান সম্পাদক রোটারিয়ান মাহবুবুর রহমান সুমনকে ফুলেল শুভেচ্ছা প্রদান করা হয়েছে। গত শনিবার রাতে দৈনিক ইলশেপাড় কার্যালয়ে গিয়ে চাঁদপুর অনলাইন সাংবাদিক ফোরাম সংগঠনের নেতৃবৃন্দ এ শুভেচ্ছা প্রদান করেন।
এসময় দৈনিক ইলশেপাড়ের প্রধান সম্পাদক মাহবুবুর রহমান সুমন চাঁদপুর অনলাইন সাংবাদিক ফোরামের নবগঠিত কমিটিকে শুভেচ্ছা ও অভিনন্দন জানান।
এসময় উপস্থিত ছিলেন চাঁদপুর অনলাইন সাংবাদিক ফোরামের সভাপতি মো. বিপ্লব সরকার, সাধারণ সম্পাদক শেখ আল মামুন, সহ-সাংগঠনিক সম্পাদক এস এম সোহেল, স্বাস্থ্য ও পরিবার বিষয়ক সম্পাদক মো. ইব্রাহিম, সহ-ম্যাগাজিন বিষয়ক সম্পাদক আনোয়ারুল হক, সদস্য মো. বাদশা ভূঁইয়া, মাইনুল ইসলাম ও এইচএম নিজামসহ আরো অনেকে।

৩০ সেপ্টেম্বর, ২০১৯।