দ্বাদশগ্রাম ও রাজারগাঁওয়ে বিট পুলিশিংয়ের সমাবেশ

অতিশাসন না করে সন্তানের প্রতি বন্ধুসুলভ আচরণ করতে হবে
—ওসি মো. আলমগীর হোসেন রনি
মোহাম্মদ হাবীব উল্যাহ্
হাজীগঞ্জের দ্বাদশগ্রাম ইউনিয়ন ও রাজারগাঁও ইউনিয়নের বিট পুলিশিং সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। ‘মুজিব বর্ষের অঙ্গীকার, পুলিশ হবে জনতার’ এই শ্লোগানে সোমবার (২৪ নভেম্বর) সকালে রাজারগাঁও ইউনিয়ন পরিষদ কার্যালয়ে এবং বিকালে দ্বাদশগ্রাম ইউনিয়ন পরিষদ মাঠে অনুষ্ঠিত বিট পুলিশিংয়ের সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে রাখেন থানার অফিসার ইনচার্জ মো. আলমগীর হোসেন রনি।
উপস্থিতির উদ্দেশ্যে তিনি বলেন, মাদক, ইভটিজিং, বাল্যবিবাহ, নারী ও শিশু নির্যাতনসহ সব ধরণের সামাজিক অপরাধ নির্মূলে বিট পুলিশিং কার্যক্রর ভূমিকা রাখবে। বিশেষ করে বর্তমানে যুব সমাজের পাশাপাশি কিশোরের যেভাবে বিভিন্ন অপরাধের সাথে জড়িয়ে পড়ছে, তা এই বিট পুলিশের মাধ্যমে প্রতিরোধ সম্ভব হবে বলে আমি মনে করি। এ ক্ষেত্রে সবাই এগিয়ে আসতে হবে এবং পুলিশকে তথ্য দিয়ে সহযোগিতা করতে হবে।
তিনি অভিভাবকদের উদ্দেশ্যে বলেন, সন্তান আপনার, সবার আগে দায়িত্বও আপনার। একটি নির্দিষ্ট সময়ে আগে আপনার সন্তানের হাতে স্মার্টফোন তুলে দিবেন না। তারা কোথায় যায়, কার সাথে চলাফেরা করে এবং ছেলেরা সন্ধ্যার পরে ঘরের বাইরে থাকে কিনা তা দেখতে হবে। ঘরে বা বাসায় পড়ালেখা করার সময় ঘরের দরজা বা জানালা বন্ধ করে রাখে কিনা? এসব দেখার পাশাপাশি সন্তানের প্রতি অতিশাসন না করে বন্ধুসুলভ আচরত করতে হবে।
দ্বাদশগ্রাম ও রাজারগাঁও ইউনিয়নে অনুষ্ঠিত উভয় সমাবেশে বিশেষ অতিথি হিসেবে বিট পুলিশিংয়ের উপর বিস্তারিত তুলে ধরে বক্তব্য রাখেন থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) মোহাম্মদ আব্দুর রশিদ। এ সময় রাজারগাঁও বিট পুলিশিংয়ের সমাবেশে বক্তব্য রাখেন ইউপি চেয়ারম্যান আলহাজ আব্দুল হাদী, ইউনিয়ন কমিউনিটি পুলিশিংয়ের সাধারণ সম্পাদক আবুল কালাম আবু, সাবেক সভাপতি আলী আশ্রাফ স্বর্ণকার ও ইউনিয়ন আওয়ামী যুগ্ম-সাধারণ সম্পাদক হান্নান পাটওয়ারী প্রমুখ।
ইউনিয়ন বিট কর্মকর্তা ও থানারএসআই মো. জয়নাল আবেদীনের সভাপতিত্বে অনুষ্ঠিত সমাবেশে উপস্থিত ছিলেন ইউপি সদস্য কাজী আলমগীর, ইসমাঈল হোসেন, ইউনিয়ন আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মিহির চন্দ্র রায়, যুবলীগের সাবেক সাধারণ সম্পাদক ফয়েজ বাবু, ইউনিয়ন ছাত্রলীগের সাবেক সভাপতি শাহনেওয়াজ মুন্সী, সভাপতি তারেক আজীজ ও সাধারণ সম্পাদক নজরুল ইসলাম বিপ্লব প্রমুখ।
এ দিন বিকালে দ্বাদশগ্রাম ইউনিয়নের অনুষ্ঠিত সমাবেশের শুরুতেই কোরআন তেলওয়াত করেন মাও. আরিফ বিল্লাহ। এরপর স্বাগত বক্তব্য রাখেন ইউপির চেয়ারম্যান মো. খোরশেদ আলম বকাউল। ইউনিয়ন বিট কর্মকর্তা ও থানার এসআই মো. জয়নাল আবেদীনের সভাপতিত্বে এ সময় আরো বক্তব্য রাখেন ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি একেএম শাহজাহান, ইউপি সদস্য জাকির মিজি ও জহির কাজী প্রমুখ।
সমাবেশে ইউপি সদস্য ইউছুফ পাটওয়ারী, শিবুল, মোকছেদ, মো. সেলিম, সংরক্ষিত ইউপি সদস্য সালমা বেগম, জোৎস্না বেগম, ইউনিয়ন যুবলীগের সভাপতি মামুন হোসেন সিদ্দিক, ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি ওলিউল্যাহ্, সাধারণ সম্পাদক রাকিবুল ইসলামসহ স্ব-স্ব ইউনিয়নের (রাজারগাঁও ও দ্বাদশগ্রাম) অনুষ্ঠিত সমাবেশে বিভিন্ন রাজনৈতিক দল ও বিট পুলিশিংয়ের নেতৃবৃন্দ, এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গসহ বিভিন্ন ওয়ার্ড থেকে আগত লোকজন উপস্থিত ছিলেন।
২৫ নভেম্বর, ২০২০।