মতলব দক্ষিণ ব্যুরো
মতলব দক্ষিণ উপজেলার ধনাগোদা নদীরপাড় থেকে আনুমানিক ৭০ বছর বয়সী এক বৃদ্ধাকে জীবিত অবস্থায় উদ্ধার করেছে পুলিশ। গত মঙ্গলবার সন্ধ্যায় থানার উত্তর পাশে লঞ্চঘাট সংলগ্ন থেকে ওই অজ্ঞাত নারীকে উদ্ধার করা হয়।
জানা যায়, নদীরপাড় অজ্ঞাত নারীকে পড়ে থাকতে দেখে পুলিশকে সংবাদ দিলে সাথে সাথে ঘটনাস্থল থেকে তাকে উদ্ধার করে মতলব দক্ষিণ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়।
থানার ওসি স্বপন চন্দ্র আইচ বলেন, নদীর পাড় থেকে উদ্ধার হওয়া নারীর পরিচয় এখনো পাওয়া যায়নি। ধারণা করা হচ্ছে তিনি মানসিক ভারসাম্যহীন। তিনি তার পরিচয় সঠিকভাবে বলতে পারছেন না।
২৯ আগস্ট, ২০১৯।