স্টাফ রিপোর্টার
হাইমচর উপজেলার কমলাপুর গ্রামের শাহজাহান ভূঁইয়া টেলুকে শিশু ধর্ষণ মামলায় জামিন নামঞ্জুর করে জেলহাজতে প্রেরণ করে চাঁদপুর নারী ও শিশু ট্রাইবুনাল আদালতের বিচারক। শাহজাহান ভূঁইয়া টেলু উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান শাহনাজ বেগমের স্বামী। বুধবার (২০ এপ্রিল) শাহজাহান ভূঁইয়া টেলু চাঁদপুর আদালতে হাজির হলে বিচারক তার জামিন নামঞ্জুর করে জেলহাজতে প্রেরণ করেন।
মামলা সূত্রে জানা যায়, চলতি বছরের ২৩ জানুয়ারি শাহজাহান ভূঁইয়া টেলু কমলাপুর গ্রামের এক শিশু কন্যাকে জোরপূর্বক ধর্ষণ করেন। নির্যাতিত শিশুর বাবা বাদী হয়ে শাহজাহান ভূঁইয়া টেলুকে আসামি করে ৩১ জানুয়ারি হাইমচর থানায় শিশু ধর্ষণের মামলা (নং ১৭, তাং ৩১/১/২০২২ইং) দায়ের করেন।
মামলার পর শাহজাহান ভূঁইয়া টেলু হাইকোর্ট থেকে ৪ সপ্তাহের আগাম জামিন নেন। তিনি গতকাল বুধবার চাঁদপুর আদালত হাজির হয়ে জামিন চাইলে আদালত দীর্ঘ পর্যালোচনা শেষে শাহজাহান ভূঁইয়া টেলুর জামিন নামঞ্জুর করে জেলহাজতে প্রেরণ করেন।
মামলার তদন্ত কর্মকর্তা এসআই শহীদুল্লাহ জানান, ধর্ষণ মামলায় শাহজান ভূঁইয়া টেলু আদালতে হাজির হয়ে জামিনের আবেদন করেন। আদালত তার জামিন নামঞ্জুর করে তাকে জেলহাজতে প্রেরণ করেন। শাহজাহান ভূঁইয়া টেলুর বিরুদ্ধে ধর্ষণ মামলা হওয়ার পর তিনি উচ্চ আদালত থেকে আগাম জামিন নিয়ে আসেন। জামিনের সময় শেষ হওয়ায় বুধবার আদালতে হাজির হলে আদালত তাকে জেলহাজতে প্রেরণ করা হয়।
২১ এপ্রিল, ২০২২।